আসুন আমরা বিপদের বন্ধু হই
লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৯:৫০ রাত
বিপদ যে কখন কার উপর এসে যায়। আমরা তার ধারণাই করতে পারি না। আজ দুপুরের দিকে বসে বসে একটু ফেসবুক চালাচ্ছি। দেখি ফেসবুকের টাইমলাইন জুরে শুধু চকবাজারে আগুন লেগে দূর্ঘটনা ঘটার সংবাদ। ভয়াবহ অগ্নিকান্ডের ছবি ও ভিডিও গুলো দেখতেছি। আর মনে মনে ভাবছি ছোট্ট একটি গাড়ির বিস্ফারণ থেকে কত বড় একটি অগ্নিকান্ড ঘটে গেল। কত্ত মানুষ মূহুর্তের মধ্যেই মারা গেল। কত মানুষের অসহায়ের আর্দনাদ। কত মানুষের প্রিয়জন হারানোর কান্না।
.......
আর এইসব কথা যখন আমি মনে মনে ভাবছি। ঠিক তখনি আমাদের বাড়িতেও ঘটে গেল ছোট্ট একটি এক্সিডেন্ট। .......
#আমরা অনেক মানুষ অনেক সময় অন্যের বিপদ দেখে এগিয়ে যাই না।
কিন্তু সে নিজেও জানে না তার বিপদ কতটা কাছে।
তাই আসুন আমরা বিপদের বন্ধু হই।
#রাশেদ জাফর
বিষয়: বিবিধ
৭২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করেন {আমিন}।
আপনার মন্তব্য এর জন্য আন্তরিক ধন্যবাদ।
#জাজাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন