হে আল্লাহ, তুমি আমার প্রতিটা বছর গুলোকে কল্যাণের সাথে গণনা করুন।

লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ২৯ জানুয়ারি, ২০১৯, ০৯:৪৮:৩২ রাত

২০১৮ সালকে ইতিহাস বানিয়ে ২০১৯ সাল টি তার ক্যালেন্ডারের পাতায় জায়গা করে নিয়েছে।

তাই নতুন বছরের আগমনে প্রতিটি মানুষের জীবন গড়ে উঠুক নতুন সাজে। পেছনের পরাজিত সপ্নকে ভুলে গিয়ে সাজাই নতুন জীবন। আর তাই একটু দেরিতে হলেও আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অভিনন্দন “ শুভ কামনা”।

#আর ইতিমধ্যেই আমাদের জীবনে এসে গেছে নতুন একটি বছর । তাই ২০১৮ সাল শেষ হওয়ার সাথে সাথে আমার জীবনে যোগ হয়েছে একটি বছর। জানি না আর কতটি বছর যোগ হবে আমার এ জীবনে। অতঃপর এভাবেই কোন একদিন আমার জীবনে ঘটে যাবে জীবনের পরিসমাপ্তি।

# "প্রকৃত অর্থে জীবন থেকে কখনো বছর হারায় না। বরং বছর গুলো যোগ হয়ে থাকে। এর পর প্রতিটি বছরের সমষ্টি গুলোকে যোগ করে তার জীবনের যোগফল বের করা হয়।"

# বছর গুলো যখন গণনা শেষ হয়ে যাবে, ঠিক তখন জীবনের এই হিসেব খাতায় সর্বমোট ফলাফল প্রকাশ করার পর শুরু হয়ে যাবে আবার বিয়োগের কার্যক্রম।

#আমি আমার জীবনের চলতি পথে কতটুকুন পথকে আমি সঠিক পথে ব্যয় করেছি। আর কতটুকুন পথকে আমি অসৎ পথে ব্যয় করেছি। তার সঠিক হিসেব গুলোকে বিয়োগের মাধ্যমে বের করা হবে।

আর তাইতো মহান আল্লাহর কাছে আমার আকুল মিনুতি এই যে," তুমি আমার প্রতিটি বছর গুলোকে কল্যাণের সাথে গণনা করার তৌফিক দান করুন," (আমিন)।

#রাশেদ জাফর

বিষয়: বিবিধ

৬৭৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386397
৩১ জানুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:১৪
সন্ধাতারা লিখেছেন : Salam...ameen

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File