আসুন মূর্তির রাজত্ব ধ্বংস করে,গড়ে তুলি তাওহীদের রাজত্ব......। রাশেদ বিন জাফর

লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:১২:৩৯ দুপুর

সুপ্রীম কোর্টের সামনে  মূর্তির  প্রতিস্থাপনের প্রতিকটি না

জানাই।

সুপ্রীম কোর্টে মূর্তি প্রতিস্থাপন আমরা ৯০% মুসলিম জাতি এটা মেনে নিতে পারছি না। আল্লাহ তায়ালা পৃথিবীতে শিরক তথা অংশীদারকে বিলুপ্ত করে একত্ববাদকে প্রতিষ্ঠার জন্য নবী ও রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবী ও রাসূল মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন এবং মূর্তি ধ্বংসে তাদের কার্যকরী ভূমিকা ছিল।

আর তাই আমারাও উম্মদে মুহাম্মদি হওয়ার কারণে আমরা কোন সংস্কৃতির নাম করে,

যেখানে সেখানে মূর্তি প্রতিস্থাপন  করতে পারি না। মূর্তি বানানোর সংস্কৃতি হচ্ছে হিন্দুদের সংস্কৃতি।

তাই হিন্দুদের সংস্কৃতি  আমরা লালন করতে পারি না।

আমারা হচ্ছি জাতিতে মুসলমান,   আমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম।

এবং সেই জাতির  রয়েছে নিজস্ব ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির ধারা। 

আর আমরা চলব সেই গৌরব মন্ডিত  সেই ইতিহাস ও সংস্কৃতির নিয়ে। আমরা ছিলাম দিক বিজয়ি জাতি, কখনো পরাজিত জাতি নই।

তাই অন্য কারও ধার করা সংস্কৃতি নিয়ে  আমরা চলব না।

  আমরা চলব মাথা উচু করে, কখনো  নিচু করে নয়। 

আমরা মুসলিম জাতি  শীরক ও বিদআদকে বর্জন করে ছড়াব ,  ধরণীর বুকে তাওহীদের বাণী। পথ হারা মানুষদের দেব পথের দিশা।

..........

.......রাশেদ বিন জাফর

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File