অতিথি পাখিদের আগমন, শোভেচ্ছা সাগতম।
লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ২৯ নভেম্বর, ২০১৬, ০৮:৫৬:৫৮ সকাল
অতিথি পাখিরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে চলে আসে আমাদের দেশে।
এরা একটু উষ্ণতার জন্য আমাদের দেশে আসে আশ্রয়ের জন্য অতিথি হয়ে ।
আর বাংগালী জাতি হল অতিথি প্রিয় জাতি।
তাই আমরা যেন সেই অতিথি পাখিদের প্রতি
সু-ব্যবহার করি।
তারা যেন আমাদের কাছে ভক্ষনের শিকার না হয়।
আর এই শীতে যখন অতিথি পাখিরা আমাদের দেশে আসে, তখন চারদিকের প্রকৃতি যেন অন্যভাবে জেগে উঠে।
পাখির কলকাকলিতে ভরে উঠে পরিবেশ।
নদীর ধারে, বিলের মাঝে, অতিথি পাখিরা যখন ঝাক বেধে উড়ে চলে তখন সত্যিই মন জোরিয়ে যায়।
হঠাৎ রাস্তায় চলার সময় অতিথি পাখিরা যখন মাথার উপর দিয়ে ঝাক বেধে চক্কর মারে
তখন এ দৃশ্য উপভোগ করতে সত্যিই ভালো লাগে।
প্রতি বছরের মত এবারের শীতেও অতিথি পাখি গুলো আসতে শুরু করছে আমাদের দেশে।
তাই আমি আমার পক্ষ থেকে
অতিথিপাখিদের সাগত জানাই।
কেননা এরা আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বিশেষ ভাবে সাহায্য করে।
সেই সাথে প্রকৃতিকে করে তোলে
মনোমুগ্ধকর।
তবে কিছু মানুষ এসব পাখি গুলিকে পাখি শিকারির নাম করে নির্মমভাবে ধরে ফেলছে।
প্রতিদিনই মারা পড়ছে শত শত অতিথি পাখি।
আবার এ পাখি শিকারের ফলে,
অতিথি পাখিদের থেকে ছরিয়ে পরছে বিভিন্ন রোগ ব্যাধির ভাইরাস।
এতে একদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।
বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে অতিথি পাখি শিকার ও বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।
তাই
আসুন, আমরা অতিথি পাখি শিকার বন্ধ করি।
অতিথি পাখিদের অতিথিদের মতই ব্যবহার করি।
পরিবেশকে সমুন্নত রাখার জন্য সামান্য হলেও যে যার পক্ষ থেকে সবাই অবদান রাখি।
আল্লাহ হাফেজ।
............ রাশেদ বিন জাফর
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইংরেজিতে বলা হয় মাইগ্রেটরি বার্ডস যার বাংলা হবে পরিযায়ি পাখি। এই পাখিগুলি আমাদের পরিবেশ এর অংশ। এমন পাখি শুধু শিতকালেই আসেনা গ্রিষ্মকালেও আসে।
ধন্যবাদ আপনাকে।
(ধন্যবাদ আপনাকে)
মন্তব্য করতে লগইন করুন