কেন আমরা খোলাফায়ে রাশেদীনের আদর্শ অনুসরণ করব ।
লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ৩০ আগস্ট, ২০১৬, ১২:০৭:০৭ দুপুর
আমরা যতি আমাদের সমাজ এবং রাষ্টকে ইসলামিক ভাবে চালাতে চাই । তাহলে খোলাফায়ে রাশেদীনের আর্দশ্য গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য।
কেন আমি খোলাফায়ে রাশেদীনের অনুসরণ করব?
কারণ, রাসূল (সা বলেছেন :
"তোমাদের উপর অপরিহার্য কর্তব্য আমার আদর্শ্ পালন করা এবং আমার সুপথপ্রাপ্ত সৎ খলীফাগণের আদর্শ পালন করা।"
এখন খোলাফায়ে রাশেদীন কারা এটাও আমাদের জানতে হবে।
খোলাফায়ে রাশেদীন হচ্ছে,
রাসূল (সা এর ইন্তেকালের পরে তার স্থলাভিষিক্ত প্রথম চারজন খলীফাকে সাধারণ ভাবে খোলাফায়ে রাশেদীন নামে অবহিত করা হয়।
আর খোলাফায়ে রাশেদীনের শাসন কালই হচ্ছে ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ট যুগ।
...................... রাশেদ বিন জাফর
বিষয়: বিবিধ
১৫৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আমার পরে যদি তোমরা জীবিত থাক, তবে দ্বীনের মাঝে তোমরা বহুরকমের মতভেদ দেখতে পাবে, তোমরা তার কোনটিও অনুসরণ করবেনা। বরং তোমাদের অবশ্য কর্তব্য হল, আমার সুন্নাহ ও আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীদের সুন্নাহ (আদর্শ) অনুসরণ করা। এই দুই সুন্নাহকে শক্ত করে দাঁত দিয়ে চেপে ধর, যতক্ষণনা মৃত্যু এসে উপস্হিত হয়। জেনে রাখো, দ্বীনের মাঝে নব উদ্ভাবিত সকল পন্হাই হল বিদআত, আর প্রত্যেক বিদআতই হল পথভ্রষ্টতা যার শেষ আশ্রয়স্হল জাহান্নাম।
আর যেহেতু এটা ফেসবুক না ব্লগপোস্ট, তাই একটু বিস্তারিত লেখা লিখবেন।
ব্লগে তেমন একটা আসা হয় না।সে কারনে বিস্তারিত ও সাজিয়ে লিখার অভ্যাস এখনো হয়ে উঠেনি ।
তবে আপনার কমেন্ট পড়ে খুশি হলাম।
মন্তব্য করতে লগইন করুন