বঙ্গবন্ধু উপাধি এবং বাস্তবতা।

লিখেছেন লিখেছেন সময়ের সাথী ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:০১:১৮ সন্ধ্যা

বন্ধুরা আজকে আমি বঙ্গবন্ধু উপাধি নিয়ে লিখলাম আশা করি

সবাই পড়বেন এবং মতামত দিবেন।

বঙ্গ শব্দটি "বাংলার"আদি রুপ।কিছু কাল আগে বাংলার এই বিশাল

অঞল কে বঙ্গদেশ বলা হত।

যদি আমারা বঙ্গবন্ধু শব্দের ব্যাকরনগত সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে

বঙ্গ+*বন্ধু=বঙ্গবন্ধু,অথবা

বাংলা+*বন্ধু=বাংলার বন্ধু বা বঙ্গের বন্ধু।

যদি আমিরা এক কথায় প্রকাশ করি তাহলে

শব্দটি হয়ঃ

বঙ্গের যে বন্ধু=বঙ্গবন্ধু।

আমরা বুঝতে পারলাম বাংলার যে কোন মানুষকে

বঙ্গবন্ধু বলা যাবে।

তাহলে আমরা কাকে বঙ্গবন্ধু উপাধি দিব???

কাউকে বঙ্গবন্ধু উপাধি দিতে হলে নিম্নোক্ত বিষয়

গুলো বিবেচনায় আনা যেতে পারে-

বাংলাদেশের কোন নাগরিক

১)দেশের জন্য সহীহ নিয়তে কাজ করলে

২)দেশের জনগনের দুঃখ দূর্দশা লাগব করলে

৩)আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জল করলে,এবং দেশের

মানুষের জন্য কাজ করলে।

৪)দেশের অর্থনীতিক ভিত্তি মজবুত করলে।

৫)সৈরাচারের অপকর্মের বিরোদ্ধে নেতৃত্ব দান কারী বা শেখ মুজিব

যে কাজের জন্য উপাধি পেয়েছিলেন।

তাছাড়া আরো কিছু বিষয় বিবেচনায় আনা যেতে পারে।

আমাদের দেশে প্রতিভার স্বীকৃতি নেই,তাই এদেশে মাহাথীর মুহাম্মদ

জন্ম নেয় কিন্তু বিকশিত হয় না,এরদোগান এর মত সংগঠক হয়

না,এম এ জি ওসমানির মত জেনারেল জন্ম নেয় কিন্তু হয় না,

জগদ্বীশ চন্দ্রের মত বিজ্ঞানী হয় কিন্তু

আমেরিকা চলে যায়।

আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের অনেক বিজ্ঞানী,অধ্যাপক,

গবেষক বর্তমানে আমারিকা,ইউরোপে আছেন,অথচ তারা আমার দেশের সম্পদ।

অনেকের মধ্যে রয়েছে বুক ভরা চাপা কষ্ট।

তাই বুদ্ধিজীবিদের কাজের স্বীকৃতি স্বরুপ আমরা তাদের কে

বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করতে পারি।তাহলে আমাদের দেশ সামনের দিকে

এগিয়ে যাবে।

আমাদের মনে রাখতে হবে আমরা সবাই বঙ্গবন্ধু হতে পারি,

বঙ্গবন্ধু হওয়া আমাদের সবার কর্তব্য।বঙ্গবন্ধু উপাধি কারো বাবার একার সম্পত্তি

হতে পারে না,এটা আমাদের বাঙ্গালী জাতীয়তাবাদের পরিচয় বহন করে।

আমি সংশ্লিষ্ট সকলের কাছে আহবান জানাই,তারা যেন দে্শের বুদ্ধিজীবিদের

বঙ্গবন্ধু উপাদিতে ভূষিত করে,জানি এই সরকারের কাছে আমার আহবান

শুধুই মায়াকান্নার মত গুরুত্বপূর্ন।আমি আগামী নির্বাচনের বিরোধী দল

সমূহের প্রতি আহবান জানাই তারা যেন আমার আহবান কে তাদের নির্বাচনী

ইস্তিহারের অন্তর্ভুক্ত করে।তাহলে আমাদের মধ্যে বাঙ্গালী জাতীয়তাবাদ,স্বাধীনতার

চেতনার বহিঃ প্রকাশ ঘটবে।

বাঙ্গালী জাতি বীরের জাতি,জয় হোক বাঙালী জাতীয়তাবাদ।আগামীর প্রত্যয়।

বিষয়: রাজনীতি

১৪৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359415
১৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
শেখের পোলা লিখেছেন : শেরে বাংলা একজনই ছিলেন৷ বঙ্গবন্ধু উপাধীও সকলকে দেওয়া যায়না৷ অন্যদের অন্য কিছু দিতে হবে, যেমন বঙ্গবীর কাদের সিদ্দীকি৷ মূল্যায়ন হয়না এটা অবশ্যই সঠিক৷ দেশের একমাত্র নোবেল বিজয়ী তার প্রমান৷ এ কথাও মনে রাখতে হবে যে, উপাধীটা অপাত্রে না পড়ে৷ বঙ্গবন্ধ বলতে বঙ্গের বা বাংলার বন্ধু৷ কিন্তু আমার জানা ছিলনা তিনি কোন বঙ্গের বন্ধু৷ জন্মের বঙ্গের না যৌবনের বঙ্গের৷ এখন বুঝি৷ ধন্যবাদ আপনাকে৷
359420
১৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১০
সময়ের সাথী লিখেছেন : এটা আপনার মতামত
কিন্তু মনে রাখবেন জনমত
নয় অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File