** গরু নিয়ে হিন্দুদের ভন্ডামী **
লিখেছেন লিখেছেন সময়ের সাথী ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২০:৫৯ বিকাল
পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু রাস্ট্র ভারতের প্রায়
২৫ টি রাজ্যে গরু কুরবানী নিষিদ্ধ করা হয়েছে !
কিন্তু .......
** ভারতই বিশ্বের সর্বোচ্চ গরুর মাংস রপ্তানী
কারক দেশ ।
** সবচেয়ে বেশী রপ্তানী কারক প্রতিষ্টানের ৩
টির মালিক ই হিন্দু ।
** হিন্দুরা গরুর মাংস খাবে না তবে মায়ের
চামড়ার তৈরী জুতা পড়বে !
** গরু দেবতা হওয়ায় যদি তা ভারতে কুরবানী
নিষিদ্ধ করা হয় ইসলামে মূর্তীপূজা নিষিদ্ধ
হওয়ায় তা যদি বাংলাদেশে নিষিদ্ধ হয় তবে তা
হয়ে যাবে ধর্মীয় অনুভুতীতে আঘাত ।
** এখন যদি নতুন কোন ধর্মের আবির্ভাব হয় এবং
তারা যদি বলে তাদের ধর্মে পাঠা হত্যা করা
যাবে না তাহলে কি হিন্দুরা তা মেনে নিবে ?
** গরুর মত হনুমান ও কিন্তু তাদের দেবতা কিন্তু
এই দেবতা যখন চিড়িয়া খানায় মানুষের মনরঞ্জনে
ব্যাবহৃত হয় তখন কিন্তু এটা দেবতা অধিকার লঙ্ঘন
হয় না ।
** হিন্দু ধর্ম গ্রন্থে গরুর মাংস নিসিদ্ধ নয় যেমন
মনুস্মৃতি অধ্যায় ৩ অনুচ্ছেদ ২৬৬ - ২৭২
মহাভারত অনুশাসন পর্ব ,অধ্যায় ৮৮ "তোমরা
তোমাদের পূর্ব পুরুষদের সন্তুষ্টির জন্য যদি শাক
সব্জী দাও তারা মাত্র এক মাস সন্তুষ্ট থাকবে.......
গরুর মাংস দিলে পুরো এক বছর সন্তুষ্ট থাকবে ।"
তাহলে কি গরু ভারতীয় রাজনীতির শুধুই
ভোটব্যাংক ?
বিষয়: বিবিধ
১৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন