স্বাধীনতা ভাবনা
লিখেছেন লিখেছেন টি ইউ রিয়াদ ১২ নভেম্বর, ২০১৫, ০৭:২৯:৩৯ সকাল
এক পাঠান যুবক ছড়ি ঘোরাচ্ছিলো । আর বলছিলো এটা আমার স্বাধীনতা। অন্য আরেক যুবক তার সামনে দাঁড়িয়ে ছিলো। সে বললো যতোক্ষন তোমার ছড়ি আমার নাকের বাইরে থাকে ততক্ষণ তোমার স্বাধীনতা ঠিক আছে। কিন্তু যখনই তা আমার নাক স্পর্শ করবে তা আর তোমার স্বাধীনতা থাকবেনা।
আমাদের বর্তমান অবস্থা হচ্ছে আমাদের ছড়ি ঘোরাতে ইচ্ছে করলেই আমরা ঘোরানো শুরু করে দেই্। একবারও ভাবি না যে ছড়ি টা অন্যে নাকে আঘাত করছে কিনা?
আঘাত করলেও তাতে কিচ্ছু যায় আসে না! কারণ আমার খায়েশ তো পূরণ হচ্ছে। অন্যের যা হয় হোক। আামার স্বপ্ন পূরণ হলেই হলো। এতে যতোজনের নাক চোখ বলি দিতে হোক দেবো তবুও আমার স্বপ্ন পূরণ হওয়া চাই। বড়ই অদ্ভুত হয় যাচ্ছে আমাদের মানষিকতা দিন দিন।
স্বার্থপরতা আমাদের গিলে খাচ্ছে।
পরকে নিয়ে আমরা আর ভাবি ই না। সারাক্ষণ শুধু আমার আর আমি নিয়েই ব্যস্ত থাকি। এভাবে চলতে থাকলে একদিন ঠিকই মানুষ দেখতে আমাদের চিড়িখানা যেতে হবে।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন