অামি অার অামি

লিখেছেন লিখেছেন রাদ ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৩:০৪ সকাল

অামি অার অামি সবখানে অামি

অামার জন্য সব,

অামি ঈশ্বর অামি ভগবান

অামি তোমাদের রব৷

অামার জন্য ধ্বনিত হবে

জনতার শ্লোগান,

সবাই মিলে হেলেদুলে

গাইবে মোর জয়গান৷

দেশ নিয়ে সকল খেলা

খেলব শুধু অামি,

অন্য কেউ খেলুক খেলা

চাই না তা অামি৷

ক্ষমতা অামার সব চেতনা

ক্ষমতা অামার সব,

সব ক্ষমতার যোগ্য অামি

সবার অামি রব৷৷

বিষয়: সাহিত্য

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File