ভ্যাট ও অর্থনীতির ইতিকথা

লিখেছেন লিখেছেন শরীফুল ইসলাম ভূঁইয়া ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৩:৫৬ সকাল

আমাদের কি মনে আছে "১০০ কোটি"

টাকা খরচ করে জাতীয় সংগীত গেয়ে

গ্রিনেজ বুকে নাম লিখিয়েছিলাম??

তখন কারো হুস ছিলো না! আঃহ কি

মজা! সবাই বাহঃবা দিয়েছি!

কিন্তু একবারও কি চিন্তা করেছিলাম

আমাদের মতো গরীব দেশে ১০০

কোটি টাকা খরচ করে রেকর্ড তৈরি

করা শোভা পায় না!

এমপি মন্ত্রীরা পেট বেথা হলেও

বিদেশে চলে যায় ডাক্তার দেখাতে!

রাষ্ট্রপতি তো শরীর চেকআপ করতে

হলেও বিদেশে যেতে হয়!! যেন

ডাক্তারের অকাল পড়েছে

বাংলাদেশে!

নায়ক শাহরুখ খানকে দাওয়াত দিয়ে

এনে কত টাকা বিদেশে পাচার

করেছি কখনো ভেবেছিলাম কি???

আবার বিশ্ব পতিতা সানি লিওনাকে

আনার প্রোগ্রাম চলছে! দেশীয় মূদ্রা

পাচার হবে ভেবেছি কি??

কোথা থেকে আসে টাকা?? এসবই

আমাদের বাংলাদেশর টাকা!

বিভিন্ন পন্থায় পাচার হচ্ছে

বিদেশে! সরকার এসবের দিকে নজর

না দিয়ে দৃষ্টি দিয়েছে জাতির

মেরুদন্ডের দিকে!!!

ভ্যাট বিরোধী আন্দোলন চলছে এবং

এই আন্দোলন সফল হোক। সেই সাথে

একটা দাবি অদূর ভবিষ্যতে যেন

অপ্রাসঙ্গিক যেকোন সরকারি-

বেসরকারি আনুষ্ঠানিকতাকে বর্জন

করা হয়।

বিষয়: বিবিধ

৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File