“জীব হত্যা মহাপাপ”
লিখেছেন লিখেছেন মো সারোয়ার হোসেন ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৬:০০ দুপুর
“জীব হত্যা মহাপাপ”
কিন্তু রোহিঙ্গা
হত্যা ‘মহাপূণ্য’!
“অহিংস পরম ধর্ম”
কিন্তু রোহিঙ্গা
গণহত্যাও 'পরম ধর্ম'!
রোহিঙ্গা নিধনে
সবাই নিশ্চুপ!
কারন,
'মুসলিমদের
মানবাধিকার থাকতে
নেই'!!
বিষয়: বিবিধ
৮৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা এটা বলে বা এই চেতনা মনে + প্রানে ধারণ করে তারা কি খাওয়া দাওয়া করে না ? প্তিটা খাবারের সোর্স হচ্ছে জীব - সেটা হয় প্রানী না হয় উদ্ভিদ।
মন্তব্য করতে লগইন করুন