% সত্য জানার পর গ্রহণ না করা মূর্খতা ইসলামি একমাত্র সত্য ধর্ম %

লিখেছেন লিখেছেন মো সারোয়ার হোসেন ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:১৩:০৩ রাত

% সত্য জানার পর গ্রহণ না করা মূর্খতা ইসলামি একমাত্র সত্য ধর্ম %

আঙ্গুলের ছাপের

ভিন্নতা :

"মানুষ কি মনে করে যে আমি তার

অস্থিসমূহকে একত্রিত করতে

পারব না? বস্তুত আমি উহাদের অঙ্গুলির অগ্রভাগ

পর্যন্ত সুবিন্যস্ত

করব"। (সূরা

কিয়ামাহ:

৩,৪)

অর্থাৎ কারো আঙ্গুলের অগ্রভাগই

অন্য কারো সাথে

পুরোপুরি একই হবে

না।

আজ প্রমানিত, এ পৃথিবীর প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা আঙ্গুলের ছাপ রয়েছে।

কারো ছাপই কারো

সাতে মিলবে না।

আর এ জন্যই এই

ছাপ এখন ব্যবহার করা হয় পরিচয়পত্র হিসেবে।

১৯ শতকের পূর্বে

মানুষ আঙ্গুলের

ছাপকে শুধু কিছু

ভাজ বলেই জানতো।

উল্লেখ্য আঙ্গুলের

ছাপ ভিন্ন হয়, এটা

১৮৮০ সালে প্রথম

আবিষ্কার করেন

স্যার ফ্রান্সিস

গ্যালটন।

% ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দেন মুহাম্মাদ সাঃ এর উপর নাজিল হওয়া কুরআনে %

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358853
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৯
শেখের পোলা লিখেছেন : আল্লাহর এ হেন উক্তিই বিজ্ঞানকে আবিষ্কারের উৎসাহ দিয়েছে৷ ধন্যবাদ৷
358857
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪৭
মো সারোয়ার হোসেন লিখেছেন : আপনার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ


ওয়া আনতুম ফা
যাযাকুমুল্লাহু
খাইরান।
358872
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
358890
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৩৩
মো সারোয়ার হোসেন লিখেছেন : আপনার
মন্তব্যের জন্য
আপনাকেও ধন্যবাদ
ওয়া আনতুম ফা
যাযাকুমুল্লাহু
খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File