বর্তমান সমাজের কিছু অদ্ভুত কাজ!!

লিখেছেন লিখেছেন মো সারোয়ার হোসেন ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:৪২:৫৮ রাত

বর্তমান সমাজের

কিছু অদ্ভুত কাজ!!

______________________

1.৬৫ বছর বয়সী

দাদী নেকাবসহ

বোরকা পরে

আর তার সাথে ১৯

বছরের নাতনী টাইট

জামা পরে রাস্তা

দিয়ে একসাথে যায়!!

বোরকা আসলে কার

পড়া দরকার??

2.ইমাম সাহেব

রুকুতে।

কিছু ভাই দৌড়ে এসে

"নাওয়াইতুয়ান

উসাল্লিয়া" পড়তে

থাকে তখন!

রাকাত চোখের

সামনে চলে যায়!

অথচ নিয়ত মুখে

উচ্চারণ করা জরুরী

নয় কিন্তু জামায়াতে

শরীক হওয়া জরুরী।

3.সারারাত ওয়াজ

শুনে আবেগে

কাইন্দ্যা চোখ বড়

বড় করে ফযরের

নামায কাযা করে

অনেকেই!!

এই ওয়াজের কি কোন

ফায়দা আছে??

4.সপ্তাহ জুড়ে নামায

না পড়ে

শুক্রবার গিয়ে জুমার

নামাযে হাজিরা দিয়ে

আসে!!

6.পুরো রমজানে রোজা

না রাখলেও ঈদ নিয়ে

বাড়াবাড়ি শুরু করে

দেয়!!

ঈদ কি বেরোজদারের

জন্য??

7.ঘরে বৃদ্ধ বাবা-মা

থাকলেও তাদের

খোজ- খবর না নিয়ে

পীরের দরবারে গিয়ে

নিজেকে পীর বাবার

পায়ে সপে দেয়!!

পীর কি বাবা-মার

চেয়েও বেশী

মূল্যবান??

8.নিজেকে মুসলিম

দাবী করে

কিন্তু তার চাল-

চলন বিধর্মীদের

মতই!!!

এই কেমন মুসলিম??

9.ফরয নামায চোখের

সামনে হচ্ছে।

আর কিছু মুসলিম

ভাই জানাযার নামায

পড়ার জন্য বাহিরে

অপেক্ষা করছে!!

ফরয শেষ হলে ইমাম

জানাযা পড়াবেন।

কোনটা জরুরী,

জানাযার নামায না

ফরয নামায??

--------------------

হায়_রে_মুসলিম!!!

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358755
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:২৩
বিবর্ন সন্ধা লিখেছেন : শয়তান মেহেনত করে লাভবান হয়ে যাচছে ,
Sad
358783
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:০৫
মো সারোয়ার হোসেন লিখেছেন : কি আর বলার
358784
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১১
হতভাগা লিখেছেন : ১. দাদি তার কুৎসিত(সম্ভবত) চেহারা ঢাকবার জন্যই বোরকা পরিধান করেছে , আর

নাতনী জানে এলাকাবাসীর কাছে তার চেহারা ও ফিগারের বেশ কদর আছে , তাই সে তাদেরকে তার রুপ সৌন্দর্য্য দর্শন করানো থেকে বন্চিত রাখতে চায় না ।

২. আমি তো দেখতে পাই উল্টো (আমারও হয়ে থাকে মাঝে মাঝে) । যখন দেখে যে ঈমাম সাহেব রুকুতে , তখন দৌড়ে এসে রুকু ধরার চেষ্টা করে (দৌড়ে আসা আসলে ঠিক নয়) ।

৩. অনেকে তাহাজ্জুদের নামাজকে ফজরের নামাজের চেয়ে এগিয়ে রাখে এবং ''রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি'' - এটা প্রচার করে তৃপ্তি লাভ করে।

৪.উনারা ইসলামের রীতিকে ইহুদী(শনিবার - সিনাগগ) এবং খৃষ্টান( রবিবার - চার্চ)দের মত আনতে চায়

৬. ''রোজার মাসে খায় দিনে , ঈদের ফূর্তি তারাই কিনে '' - এটা ছোটকালে শুনেছি । তবে সে সময়ে এর মানে বুঝতাম না । ঈদের মার্কেটিং যারা করে তারা কি সারাদিন উপোস থেকে এত ঘোরাঘুরি করতে পারবে ?

রমজান মাস শেষ হয়ে গেলে যারা প্রকৃত রোজাদার তাদের মনটা ফেলে আসা মাসটির জন্য অস্থির + আনচান হয়ে উঠে ।
৭. '' রাব্বির 'হামহুমা কামা রাব্বায়ানি সোয়াগিরোয়া '' আল্লাহ তার পরে বাবা মায়ের প্রতি অনুগত হতে বলেছেন

৮. মুসলমান শুধু নামেই




৯. তুলনামূলকভাবে কম গুরুত্বপুর্ণ বিষয় নিয়েই মুসলমানেরা বেশী অস্থির হয়ে থাকে ।
358876
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৭
আফরা লিখেছেন : কি আর বলব হতভাগা ভাইয়া সব বলে দিয়েছে আপনাকে ধন্যবাদ ।
358891
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৪৭
মো সারোয়ার হোসেন লিখেছেন : ভাই হতভাগা ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File