মালু নামক হিন্দু তোদের জন্য

লিখেছেন লিখেছেন মো সারোয়ার হোসেন ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৭:০৬ রাত

মালু নামক হিন্দু তোদের জন্য

1. তোরা যে,

কালী পূজার সময়

এককোপে পাঁঠাবলি দেস, সেই পাঁঠা কি নিরীহ নয়?

2.নরবলি প্রথা কারা

চালু করেছে?

3.মুরগি, হাঁস, ছাগল

কি নিরীহ নয়?

4.উদ্ভিদেরও প্রাণ

আছে। সুত্রাং তাদের

কেটেকুটে খাওয়াটাও কি জীবহত্যা নয়?

তোমরা সারাজীবন

বর্বর বর্বর বলে

চিৎকার কর।

অথচ তোমরাই হল বর্বর।

তোমাদের অধিকাংশ দেব-দেবীই নরবলি না

পেলে তুষ্ট হয়না।

তোমাদের গো-মায়া

দেখে আমারই কান্না

পাচ্ছে।

গোমাতা হত্যা পাপ।

অথচ সেই মাকে

হত্যার উদ্দেশ্যে টাকার জন্য পাচার করা পাপ নয়?

তোমরাই পাপী,

মহাপাপী।

নিজে করলে দোষ না অন্য কেউ করলেই দোষ হা হা হা হা হা মালুর জাত হিন্দু¡¡¡

.

.

মালু কেট হিন্দু

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File