হজের কয় দিন পরে ঈদুল আযহা সেপ্টেম্বর ২০১৫ইং আরবি জিলহজ ১৪৩৬ হিজরী ???
লিখেছেন লিখেছেন মো সারোয়ার হোসেন ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫২:৪৯ রাত
সৌদি আরবের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩
সেপ্টেম্বর ২০১৫
তারিখ বুধবার সৌদি
আরবে হজ বা
আরাফাতের রোজার দিন এবং
২৪ সেপ্টেম্বর তারিখ
বৃহস্পতিবার ঈদুল
আযহা উদযাপিত হবে ।
- [২৯ তারিখ চাঁদ না দেখা গেলে পরে দিন অর্থাত্ ৩০ তারিখ আর চাঁদ দেখতে হবে না কারণ আরবি মাস ২৯ এর কম হবে না আবার ৩০ এর বেশী হবে না
তথ্য সূত্র :
মূসা’দ্দাদ (রহঃ) আবূ বাকরা (রাঃ) থেকে বর্নিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু’টি মাস কম হয় না। তারা হল ঈদের দু’মাস রমযানের মাস ও যুলহজের মাস। আবূ ‘আবদুল্লাহ (রহঃ) বলেছেন, আহমদ ইবনু হাম্বল (রহঃ) বলেন, রমযান ঘাটতি হলে যুলহাজ্জ (হজ্জ) পূর্ন হবে। আর যুলহাজ্জ (হজ্জ) ঘাটতি হলে রমযান পূর্ন হবে। আবূল হাসান (রহঃ) বলেন, ইসহাক ইবনু রাহওয়াই (রহঃ) বলেন, ফযীলতের দিক থেকে এ দুই মাসে ঘাটতি নেই, মাস ঊনত্রিশ দিনে হোক বা ত্রিশ দিনে হোক।(বুখারি (ইফা) ১৭৯১)
আবূল ওয়ালিদ (রহঃ) ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু’হাতের অঙ্গুলী তুলে ইশারা করে) বলেনঃ মাস এত এত দিনে হয় এবং তৃতীয় বার বৃদ্ধাঙ্গুলীটি বন্ধ করে নিলেন।(বুখারি (ইফা) ১৭৮৭) ]
সৌদি আরবে ২৪
সেপ্টেম্বর ২০১৩ ইং
তারিখ হাজীগণ ও
সাধারণ মুসলমানরা পশু কুরবানি দিবেন।
বাংলাদেশের অনেক লোক সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেবে ২৪ সেপ্টেম্বর ২০১৫ ইং ।
আর বাংলাদেশ সরকারের ঘোষনা অনুযায়ী বাংলাদেশের অধিকাংশ লোক সৌদি আরবের
পর দিন ২৫ সেপ্টেম্বর ২০১৫ ইং শুক্রবার ঈদুল আযহা পালন করবে । [যা কুরআন ও হাদিস বিরুদ্ধী আবু হুরয়রা রা :
হতে বণিত , রাসূল
সা: বলেছেন :" যেদিন তোমরা রোজা পালন করো সেদিন হলো রোজা আর যেদিন তোমরা ঈদুল ফিতর পালন
করো যেদিন
হলো ঈদুল ফিতর
আর যে দিন তোমরা ঈদুল আযহা পালন
করো সেদিন
হলো ঈদুল আযহা"।
ইসলামিক ফাউ:
তিরমিযি বাংলা হা/৬৯৫
আয়েশা রা: হতে বর্নিত , রাসূল সা: বলেছেন: " ঈদুল ফিতর হলো ঐ একদিন যে দিন সকল মানুষ ঈদুল ফিতর উদযাপন
করে থাকে এবং ঈদুল আযহা হলো ঐ একদিন যেদিন সকল
মানুষ ঈদুল
আযহা পালন
করে থাকে ।"
ইসলামিক ফাউ: তিরমিযি হা/৮০০ ]
আগামী ২৩ সেপ্টেম্বর ২০১৫ইং তারিখ মোতাবেক ৯ জিলহজ ১৪৩৬ হিজরী বিশ্বের
বিভিন্ন প্রান্ত থেকে
হজ করতে আসা
মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে হজ পালন করবেন । [ মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ। নবী করিম (সা.) ফরমান, ‘আরাফাতে অবস্থান করাই হজ।’ (তিরমিজি)]
প্রতিবছর সৌদি
আরবের গণণা অনুযায়ী হিজরি সনের জিলহজ মাসের ৮ তারিখ থেকে হজের
কার্যক্রম শুরু হয় এবং জিলহজ মাসের ১২
তারিখে শেষ হয়।
তারিখ গননা ও হজ সম্পর্কে ইসলামের নির্দেশনা
সৌদি আরবের গণণা অনুযায়ী বিশ্বের সব মুসলিমকে ঈদুল আযহা পালন করা ফরজ ।
কারণ কুরআন ও
হাদিসে স্পষ্টভাবে
বলা আছে হজের পরের দিন ঈদ হবে ।
হজ হয় সৌদি আরবের মক্কা
শহরে । সুতরাং সৌদি আরবের গণণা অনুযায়ী
সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে বিশ্বব্যাপী ঈদ না
করা কুরআন ও হাদিস বিরুদ্ধী কাজ ।
কারণ আল্লাহ
বলেছেন
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِۖقُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّۗوَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰۗوَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَاۚوَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে। বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজ্বের সময় ঠিক করার মাধ্যম। আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোন নেকী বা কল্যাণ নেই। অবশ্য নেকী হল আল্লাহকে ভয় করার মধ্যে। আর তোমরা ঘরে প্রবেশ কর দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পার। সুরা
বাকারা : ১৮৯ ।
এই আয়াত হতে
স্পষ্টভাবে বোঝা যায়, সমগ্র মানব জাতির জন্য একটাই
তারিখ হবে আর তা মক্কা শহর
কেন্দ্রিক নবচন্দ্র
ভিত্তিক তারিখ যা হবে কারণ হজ হয় মক্কায় আর এই তারিখ এর সমষ্টিকে হিজরী সন বলে আমাদের কাছে বহুল পরিচিত ।
হজের আনুষ্ঠানিকতা
মক্কা শহরে যেভাবে
হয় :
সৌদি আরবের গণণা অনুযায়ী ৮ জিলহজ হাজিরা হজ শুরু করেন ও মিনায় অবস্হান করেন ।
তারা ৯ জিলহজ আরাফাত ময়দানে অবস্হান করেন । এই দিনটাই হজের দিন ।
[মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ। নবী করিম (সা.) ফরমান, ‘আরাফাতে অবস্থান করাই হজ।’ (তিরমিজি)]
তারা ১০ জিলহজ মক্কায় অবস্হান করেন ।
কুরবানী দিয়ে
ঈদুল আযহা পালন
করেন ।
আয়েশা রা: হতে বর্নিত , রাসূল সা: বলেছেন: " ঈদুল ফিতর হলো ঐ
একদিন যে দিন সকল মানুষ ঈদুল ফিতর উদযাপন
করে থাকে এবং ঈদুল আযহা হলো ঐ একদিন যেদিন সকল
মানুষ ঈদুল
আযহা পালন
করে থাকে ।"
ইসলামিক ফাউ: তিরমিযি হা/৮০০
22/09/2015
{{Md SaRower HosSain}}
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন