এই ব্লগে নতুন ২ দিন হল কিন্তু সমস্যা

লিখেছেন লিখেছেন মো সারোয়ার হোসেন ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৯:১৫ দুপুর

এই ব্লগে নতুন ২ দিন হল কিন্তু সমস্যা।
আমি কোন লেখা পড়লে ইচ্ছা জাগে মন্তব্য করতে
কিন্তু

  • মন্তব্য করার কোন অপশন পাইনি মোবাইল এবং কম্পিউটার দু'টু থেকে চেষ্টা করেছি কাজ হয়নি ।



জানি না কি কারণ কারো জানা থাকলে বলবেন আশা করি নতুন হিসাবে আমাকে ।
এই ব্লগের আমি আগে পাঠক ছিলাম
।এর আগে একটা আইডি খুলেছিলাম টুডে ব্লগে কিন্তু ব্লগ থেকে একটা Email করার হয়েছিল সেখানে বলা হয়েছিল কতৃপক্ষকে Email করতে। আমি কি লিখে Email করব ভেবে পাইনি তাই আর ঐ আইডি চালাতে পারিনি ।
এইতো গত কিছু দিন আগে আবার মন চাইল টুডে ব্লগে একটা আইডি খুলতে তখনি চেষ্ট করলাম এবার কোন ঝামেলা ছাড়াই আইডি অপেন হয়ে গেল । আমি FB তে লেখা লেখি করি ।
  • এই ব্লগের ভাই-বোনদের কাছে আমি মন্তব্য নিয়ে যে সমস্যায় আছি তার কোন সমাধান থাকলে জানাবেন ।





((Md SaRower HosSain ))

বিষয়: বিবিধ

৭৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File