ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ
লিখেছেন লিখেছেন মো সারোয়ার হোসেন ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৯:১০ দুপুর
শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু
কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! জি,
বিশ্বের এমন কিছু
দেশ আছে যেখানে
যেতে ভিসার প্রয়োজন
নেই, শুধু বাংলাদেশের
পাসপোর্ট থাকলেই
হবে। এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট
থেকে (ড়হ ধৎৎরাধষ)
ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়। ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে
এশিয়া মাহাদেশের
মধ্যে ভুটান (যত দিন
ইচ্ছা), শ্রীলঙ্কা (৩০
দিন), দ. কোরিয়া (৯০
দিন), আফ্রিকা
মহাদেশের মধ্যে
কেনিয়া (৩ মাস),
মালাউই (৯০ দিন),
সেশেল (১ মাস),
আমেরিকা মাহাদেশের
মধ্যে ডোমিনিকা (২১
দিন), হাইতি (৩ মাস),
গ্রানাডা (৩ মাস),
সেন্ট কিট্?স অ্যান্ড
নেভিস (৩ মাস), সেন্ড
ভিনসেন্ট ও
গ্রানাডাউন
দ্বীপপুঞ্জ (১ মাস),
টার্কস ও কেইকোস
দ্বীপপুঞ্জ (৩০ দিন),
মন্টসের্রাট (৩ মাস),
ব্রিটিশ ভার্জিন
দ্বীপমালা (৩০ দিন),
ওশেনিয়া মাহাদেশের
মধ্যে ফিজি (৬ মাস),
কুক দ্বীপপুঞ্জ (৩১
দিন), নাউরু (৩০ দিন),
পালাউ (৩০ দিন),
সামোয়া (৬০ দিন),
টুভালু (১ মাস), নুউ (৩০
দিন), ভানুয়াটু (৩০
দিন) এবং
মাক্রোনেশিয়া
তিলপারাষ্ট্র (৩০ দিন)
অন্যতম।
এছাড়া যেসব দেশে
প্রবেশের সময় (ড়হ
ধৎৎরাধষ) ভিসা পাওয়া
যাবে সেগুলো হচ্ছে
এশিয়ার মধ্যে
আজারবাইজান (৩০
দিন, ফি ১০০ ডলার),
জর্জিয়া (৩ মাস),
লাউস (৩০ দিন, ফি ৩০
ডলার), মালদ্বীপ (৩০
দিন), মাকাউ (৩০ দিন),
নেপাল (৬০ দিন, ফি ৩০
ডলার), সিরিয়া (১৫
দিন), পূর্ব তিমুর (৩০
দিন, ফি ৩০ ডলার),
আফ্রিকা মহাদেশের
মধ্যে বুরুন্ডি, কেপ
ভার্দ, কোমোরোস,
জিবুতি (১ মাস, ফি
৫০০ জিবুতিয়ান
ফ্রাঙ্ক), মাদাগাস্কার
(৯০ দিন, ফ্রি ১ লাখ
৪০ হাজার এমজিএ),
মোজাম্বিক (৩০ দিন,
ফি ২৫ ডলার), টোগো (৭
দিন, ফি ৩৫ হাজার
এক্সডিএফ) এবং
উগান্ডা (৩ মাস, ফি ৩০
ডলার)। ফ্লাইট,
টিকিট, হোটেল
ইত্যাদি সম্পর্কে
বিভিন্ন তথ্য পাওয়া
যাবে তবে
বাংলাদেশের
এয়ারপোর্ট রওনা
হওয়ার সময় কিছু
সুযোগ সন্ধানী
অফিসার ভিসা নেই বা
আপনার সমস্যা হবে
এই মর্মে হয়রানি
করতে পারে টু-পাই
কামানোর জন্য। কেউ
এসব দেশে বেড়াতে
যেতে চাইলে টিকিট
কেনার সময় আরও
তথ্য জেনে নিতে
পারেন।
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন