গাঢ় অন্ধকারেই মানুষ আলো খুঁজে তার আগে নয়;
লিখেছেন লিখেছেন saifu islam ০১ জানুয়ারি, ২০১৯, ০৩:৫৩:৩৩ দুপুর
সত্যের পথ চলার যাত্রির সংখ্যা সব সময়ই কম, কারন যারা আল্লাহর হুকুম মেনে চলে তারাই এই পথের পথিক।
--------
অপর দিকে অসৎ পথে যারা চলে তাদের জন্য এই দুনিয়ার পাওয়াটা মূখ্য, দুনিয়ার চাকচিক্য আরাম আয়েশ লাভের জন্য কোনটা সৎ এবং অসৎ পথের কাজ তা'ভাবার ফুরসৎ তাদের নাই।
কারন এমন কিছু হুকুম আল্লাহর আছে যা পালন করলে তাদের কোটি টাকা লাভ থেকে বঞ্চিত হবে তাই সেটা মানতে রাজি নয়। সেখানে অসৎ পথেই চলে দুনিয়ার জন্য ন্যায়কে বাদ দিয়ে অন্যায়কেই প্রাধান্য দেয় এবং সেটাকে সর্বশক্তি দিয়ে সাপোর্ট করে এমনকি তার জান পর্যন্ত দিয়ে দেয়।
তখন তারা এমন আশ্রয় খুঁজে যেখান অন্যায় করেও বা অসৎ পথে চলেও নিরাপদ থাকতে পারে।
এই মানুষ গুলির সৎ পথ খুঁজার চিন্তা ততক্ষন মগজে আসেনা যতক্ষন না তারা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়।
তারা যদি এমন অবস্থায় পতিত হয় যে দুনিয়ার কোন কিছুর মিনিময়ে এই মসিবত থেকে উদ্ধার হওয়া আর সম্ভব নয়, তখন একমাত্র সঠিক পথ খুঁজার চেষ্টা করে।
গাঢ় অন্ধকারে নিমজ্জিত হলেই কেউ সামান্য আলোর জন্য ছুটাছুটি এর আগে আলোর মর্ম বুঝেনা।
তাই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মানুষ নিজের ভুল বুঝে এবং সৎ পথের সন্ধান করে।
আমাদের জাতির ও এই অবস্থা কোনটা সঠিক পথ কোনটা নয় তা চিন্তা করার অবসর কারও নেই। এতে কি ক্ষতি সেহিসাব করার প্রয়োজন মনে করেই, সৎ-অসৎ, ন্যায়- অন্যায় ভুলে দুনিয়ার আমার পেতেই হবে এই নীতিতে বিশ্বাসী হয়ে অন্ধের মত পথিক হয়েছি।
আল্লাহ আমাদের সঠিক পথের সন্ধান দিন এবং পরিচালিত করুন।
বিষয়: বিবিধ
৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন