আদর্শ একমাত্র রাসুল সাঃ;

লিখেছেন লিখেছেন saifu islam ১৯ মার্চ, ২০১৮, ০৩:৪৩:২৯ দুপুর

আল্লাহ বলেছেন, তোমাদের জন্য আদর্শ একমাত্র রাসুল সাঃ,

রাসুল সাঃ এর আদর্শ বাদ দিয়ে যারা অন্য ব্যক্তির আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসাবে ঘোষনা দেন তারা কিভাবে রাসুল এর অনুস্বারী?

অনুস্বারী জাতির দলের আরবী হল উম্মত, যে জাতি বা দল যার আদর্শকে অনুস্বরন করবে তার উম্মত বা অনুস্বারী হবে সে জাতি বা দল।

অন্য কোন ব্যক্তির অনুস্বারী হয়ে কি ভাবে মুসলমান হওয়া যায়? এটা ভাবা দরকার যদি নিজেকে মুসলিম বলে দাবী করেন!

আদর্শতো তা যাকে সত্য বলে অনুস্বরন অনুকরন করে আখেরাতের জীবনে সফলতা আসবে।

এটাকি বুঝে বলা হয়, নাকি হুজুগের বসে?

যারা বলছেন কি বলছেন ভেবে বলা দরকার।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384945
১৯ মার্চ ২০১৮ রাত ১১:০০
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আল কোরআনের নির্দেশনা অনুযায়ী যখন রাসূল (সা^)ই একমাত্র উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম আদর্শ আর উনার দেখিয়ে দিয়ে যাওয়া পথই সিরাজুম মুনীরা বা উজ্জ্বল বাতির মত সে ক্ষেত্রে রাসূলকে বাদ অন্য কারো দেখানো পথে জীবন গঠনের সুযোগ নেই। অনেক ধন্যবাদ মূল্যবান লেখনির জন্য।
384949
১৯ মার্চ ২০১৮ রাত ১১:৫৬
saifu islam লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
384952
২০ মার্চ ২০১৮ সকাল ০৫:৫৩
শেখের পোলা লিখেছেন : ভাবতেই হবে। ধন্যবাদ। শুধু অনুসরণই নয় মুহব্বতেও রসুলকে অগ্রাধিকার দিতেই হবে, নইলে খবর আছে।
384953
২০ মার্চ ২০১৮ সকাল ১০:০১
saifu islam লিখেছেন : ঠিক বলেছেন তবে যাকে অনুস্বরন করা হয় তাঁকে মহব্বত করেই করা হয়। মহব্বত না করে সঠিক ভাবে অনুস্বরন করা সম্ভব নয়।
384970
২৪ মার্চ ২০১৮ সকাল ০৬:৫৯
Ruman লিখেছেন : উপকৃত হলাম ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File