বুখারী শরিফ: হাদিস নং ১৩২-১৩৪;

লিখেছেন লিখেছেন saifu islam ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:১৯:৪৬ রাত



হাদিস ১৩২ মুহাম্মদ ইবন সালাম (র)… উম্মে সালমা (রা) থেকে বর্ণত, তিনি বলেন, রাসূলুল্লাহ এর খিদমতে উম্মে সুলায়ম (রা) এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। স্ত্রীলোকের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী বললেনঃ ‘হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে।’ তখন উম্মে সালমা (লজ্জায়) তাঁর মুখ ঢেকে নিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! স্ত্রীলোকের স্বপ্নদোষ হয় কি?’ তিনি বললেন, ‘হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক! ১ (তা না হলে) তাঁর সন্তান তাঁর আকৃতি পায় কিরূপে?’



হাদিস ১৩৩ ইসমা‘ঈল (র)…ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলাল্লাহ বলেনঃ গাছের মধ্যে এমন এক গাছ আছে যার পাতা ঝরে পড়ে না এবং তা হ’ল মুসলিমের দৃষ্টান্ত। তোমরা আমাকে বল তো সেটা কোন গাছ? তখন লোকজনের খেয়াল জঙ্গলের গাছপালার প্রতি গেল। আর আমরা মনে হতে লাগল যে, তা হ’ল খেজুর গাছ। আবদুল্লাহ (রা) বলেন, ‘কিন্তু আমি লজ্জাবোধ করলাম।’ সাহাবায়ে কিরাম (রা) বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আপনিই আমাদের তা বলে দিন।’ রাসূলাল্লাহ বললেনঃ ‘তা হ’ল খেজুর গাছ।’ আবদুল্লাহ (রা) বলেন, ‘তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম।’ তিনি বললেন ‘তুমি তখন তা বলে দিলে অমুক অমুক জিনিস লাভ করার চাইতে আমি বেশী খুশী হতাম।’



হাদিস ১৩৪ মুসাদ্দাদ (র)… ‘আলী ইবন আবী তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার অধিক পরিমাণে ‘মযী’ বের হত। তাই এ ব্যাপারে নবী – কে জিজ্ঞাসা করার জন্য মিকদাদকে বললাম। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন। রাসূলাল্লাহ বললেনঃ ‘এতে কেবল ওযূ করতে হয়।’

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File