বুখারী শরিফ: হাদিস নং ১২৫-১২৬;
লিখেছেন লিখেছেন saifu islam ২১ আগস্ট, ২০১৬, ০২:৪৫:২৬ দুপুর
হাদিস ১২৫ উসমান (র)… আবূ মূসা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক ব্যক্তি নবী করীম – এর কাছে এসে বলল, ‘ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর রাস্তায় যুদ্ধ কোনটি, কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশীভূত হয়ে, আবার কেউ লড়াই করে প্রতিশোধ গ্রহণের জন্য। তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। বর্ণনাকারী বলেন, তাঁর মাথা তোলার কারণ ছিল যে, সে ছিল দাঁড়ানো। এরপর তিনি বললেনঃ আল্লাহর দীনকে বুলন্দ করার জন্য যে যুদ্ধ করে সেই আল্লাহর রাস্তায়।’
★
হাদিস ১২৬ আবূ নু‘আয়ম (র)… ‘আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী করীম কে দেখলাম, জামরার নিকট তাঁকে মাস‘আলা জিজ্ঞাসা করা হছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করলঃ ‘ইয়া রাসূলাল্লাহ! আমি কংকর মারার আগেই কুরবানী করে ফেলেছি।’ তিনি বললেনঃ কংকর মার, তাতে কোন ক্ষতি নেই।’ অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করলঃ ‘ইয়া রাসূলাল্লাহ! আমি কুরবানী করার পূর্বেই মাথা মুড়ে ফেলেছি।’ তিনি বললেনঃ কুরবানী করে নাও, কোন ক্ষতি নেই।’ বস্তুত আগে পিছু করার যে কোন প্রশ্নই তাঁকে করা হচ্ছিল, তিনি বলছিলেনঃ ‘কর, কোন ক্ষতি নেই।’
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন