বুখারী শরিফ: হাদিস নং১১৬-১১৭;

লিখেছেন লিখেছেন saifu islam ০৯ আগস্ট, ২০১৬, ১১:৩৮:৫৮ সকাল

হাদিস ১১৬ সাদাকা, ‘আমর ও ইয়াহিয়া ইবন সা‘ঈদ (র) উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক রাতে নবী করীম ঘুম থেকে জেগে বলেনঃ সুবহানআল্লাহ! এ রাতে কতই না বিপদাপদ নেমে আসছে এবং কতই না ভন্ডার খুলে দেওয়া হচ্ছে! অন্য সব ঘরের মহিলাগণকেও জানিয়ে দাও, ‘বহু মহিলা যারা দুনিয়ায় বস্ত্র পরিহিতা, তারা আখিরাতে হবে বস্ত্রহীনা।’



হাদিস ১১৭ সা‘ঈদ ইবন ‘উফায়র (র)… ‘আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী তাঁর জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ‘ইশার সালাত আদায় করলেন। সালাম ফিরাবার পর তিনি দাঁড়িয়ে বললেন, তোমরা কি এ রাতের সম্পর্কে জান? বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় তাদের কেউ আর বাকী থাকবে না।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376057
০৯ আগস্ট ২০১৬ দুপুর ১২:৩৬
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো লাগলো লেখা নিয়মিত চালিয়ে যান অনেক অনেক ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File