বুখারী শরিফ: হাদিছ নং ১১৪-১১৫ ;
লিখেছেন লিখেছেন saifu islam ০৬ আগস্ট, ২০১৬, ১০:৪৮:২৭ রাত
হাদিস ১১৪ আল ইবন ‘আবদুল্লাহ (র)… আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী –এর সাহাবীগণের মধ্য ‘আবদুল্লাহ ইবন ‘আমর (রা) ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশী হাদীস নেই। কারণ তিনি লিখে রাখতেন, আর আমি লিখতাম না। মা‘মার (র) হাম্মাম (র) সূত্রে হুরায়রা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
★
হাদিস ১১৫ ইয়াহিয়া ইবন সুলায়মান (র)… ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী –এর রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেনঃ ‘আমার কাছে কাগজ কলম নিয়ে এস, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও।’ ‘উমর (রা) বললেন, ‘নবী – এর রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে (এমতাবস্থায় কিছু বলতে বা লিখতে তাঁর কষ্ট হবে)। আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে, যা আমাদের জন্য যথেষ্ট।’ এতে সাহাবীগণের মধ্য মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ বললেন, ‘তোমরা আমার কাছ থেকে উঠে যাও। আমার কাছে ঝগড়া-বিবাদ করা উচিত নয়।’ এ পর্যন্ত বর্ণনা করে ইবন আব্বাস (রা) (যেখানে বসে হাদীস বর্ণনা করছিলেন সেখান থেকে) এ কথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে, ‘হায় বিপদ, সাংঘাতিক বিপদ! রাসূলুল্লাহ এবং তাঁর লেখনীর মধ্যে যা বাধ সেধেছে।’
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন