বুখারী শরিফ: হাদিস নং ১০৮-১১০ ;

লিখেছেন লিখেছেন saifu islam ২২ জুলাই, ২০১৬, ০৭:৫১:০৩ সন্ধ্যা



হাদিস ১০৮ আবুল ওয়ালীদ (র)… আবদুল্লাহ ইবনু’য-যুবায়র (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আমার পিতা যুবায়রকে বললামঃ আমি তো আপনাকে অমুক অমুকের ন্যায় রাসূলুল্লাহ –এর হাদীস বর্ননা করতে শুনি না। তিনি বললেনঃ ‘জেনে রাখ, আমি তাঁর থেকে দূরে থাকিনি, কিন্তু (হাদীস বর্ণনা করি না এজন্য যে,) আমি বলতে শুনেছি, যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।’



হাদিস ১০৯ আবূ মা‘মার (র)… আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এ কথাটি তোমাদেরকে বহু হাদীস বর্ণনা করতে আমাকে বাধা দেয় যে, নবী বলেছেনঃ যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।



হাদিস ১১০ মাক্কী ইবন ইবরাহীম (র)… সালমা ইবনে আকওয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী করীম – কে বলতে শুনেছি, যে ব্যাক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।’

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375101
২৩ জুলাই ২০১৬ রাত ০১:৫১
কুয়েত থেকে লিখেছেন : যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। অনেক ভালো লাগলো ধন্যবাদ
375162
২৪ জুলাই ২০১৬ দুপুর ০২:৫৩
saifu islam লিখেছেন : ধন্যবাদ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File