বুখারী শরিফঃহাদিস নং ১০৬-১০৭;

লিখেছেন লিখেছেন saifu islam ১৩ জুলাই, ২০১৬, ১০:০৪:১২ রাত



হাদিস ১০৬ আবদুল্লাহ ইবন আবদুল ওয়াহহাব (র)… আবূ বাকরা (রা) নবী এর কথা উল্লেখ করে বলেন যে, তিনি বলেছেনঃ তোমাদের জান, তোমাদের মাল – বর্ণনাকারী মুহাম্মদ (র) বলেন, ‘আমার মনে হয়, তিনি বলেছিলেনঃ এবং তোমাদের মানসম্মান (অন্য মুসলমানের জন্য) এ শহরে এ দিনের মতই মর্যাদা সম্পন্ন। শোন, (আমার এ বাণী যেন) তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। বর্ণনাকারী মুহাম্মদ (র) বলেন, রাসূলুল্লাহ সত্য বলেছেন, তা-ই (তাবলীগ) হয়েছে। তারপর রাসূলুল্লাহ দু’বার করে বলেন, হে লোক সকল! ‘আমি কি পৌঁছে দিয়েছি?’



হাদিস ১০৭ আলী ইবনুল জা‘দ (র)… ‘আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374594
১৪ জুলাই ২০১৬ রাত ০৪:৪৩
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File