বুখারী শরিফঃ হাদিস নং ১০৫;
লিখেছেন লিখেছেন saifu islam ১২ জুলাই, ২০১৬, ০২:২৯:০১ দুপুর
হাদিস ১০৫ আবদুল্লাহ ইবন ইউসুফ (র) আবূ শুরায়হ (রা) থেকে বর্ণিত যে, তিনি ‘আমর ইবন সা‘ঈদ (মদীনার গভর্নর)-কে বললেন, যখন তিনি মক্কায় সেনাবাহিনী প্রেরণ করছিলেন—‘ হে আমীর! আমাকে অনুমতি দিন, আমি আপনাকে এমন একটি হাদীদ শুনাব, যা মক্কা বিজয়ের পরের দিন রাসূলুল্লাহ্ বলেছিলেন। আমার দু’ কান তা শুনেছে, আমার অন্তর তা স্মরণ রেখেছে, আর আমার দু’ চোখ তা দেখেছে। তিনি আল্লাহর প্রশ্নংসা ও মহিমা বর্ণনা করে বললেনঃ মক্কাকে আল্লাহ তা‘আলা হারাম করেছেন, কোন মানুষ তাকে হারাম করেনি। তাই যে লোক আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে তার জন্য সেখানে রক্তপাত করা এবং সেখানকার কোন গাছপালা কাটা হালাল নয়। কেউ যদি রাসূলুল্লাহর (সেখানকার) লড়াইকে দলীল হিসেবে পেশ করে তবে তোমরা বলে দিও যে, আল্লাহ তা‘আলা তাঁর রাসূলকে এর অনুমতি দিয়েছিলেন; কিন্তু তোমাদের অনুমতি দেন নি। আমাকেও সে দিনের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন। তারপর আগের মতো আজ আবার এর নিষেধাজ্ঞা ফিরে এসেছে। উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে (এ বাণী) পৌঁছে দেয়।” তারপর আবূ শুরায়হ (রা)- কে জিজ্ঞাসা করা হল, ‘আপনার এ হাদীদ শুনে ‘আমর কি বলল?’ (আবূ শুরায়হ (রা) উত্তর দিলেন) সে বললঃ ‘হে আবূ শুরায়হ্! (এ বিষয়ে) আমি তোমার চাইতে ভাল জানি। মক্কা কোন বিদ্রোহীকে, কোন খুনের পলাতক আসামীকে এবং কোন সন্ত্রাসীকে আশ্রয় দেয় না।’
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা নিয়মিত হাদিস গুলি পড়তেছেন সেই ভাইদের কে মোবারকবাদ।
মন্তব্য করতে লগইন করুন