বুখারী শরিফ: হাদিস নং ৯২-৯৩;
লিখেছেন লিখেছেন saifu islam ১৫ মে, ২০১৬, ০৭:৩০:২০ সন্ধ্যা
হাদিস ৯২ মুহাম্মদ ইব্নুল ‘আলা (র) …….. আবূ মূসা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করীম (সাঃ)কে কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হল। প্রশ্নের সংখ্যা যখন বেশি হয়ে গেল, তখন তিনি রেগে গিয়ে লোকদের বললেনঃ ‘তোমরা আমার কাছে যা ইচ্ছা প্রশ্ন কর।’ এক ব্যক্তি বলল, ‘আমার পিতা কে?’ তিনি বললেনঃ ‘তোমার পিতা হুযাফা।’ আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ‘ইয়া রাসূলুল্লাহ্! আমার পিতা কে?’ তিনি বললেনঃ তোমার পিতা হল শায়বার মাওলা (আযাদকৃত গোলাম) সালিম।’ তখন হযরত ‘উমর (রা) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা দেখে বললেনঃ ‘ইয়া রাসূলুল্লাহ্! আমরা মহান আল্লাহ তা’আলার কাছে তওবা করছি।’
★
হাদিস ৯৩ আবুল ইয়ামান (র) ……… আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ্ (সাঃ) বের হলেন। তখন আবদুল্লাহ্ ইব্ন হুযাফা দাঁড়িয়ে বললেন, ‘আমার পিতা কে?’ তিনি বললেনঃ ‘তোমার পিতা হুযাফা।’ এরপর তিনি বাবার বলতে লাগলেন, ‘তোমরা আমার কাছে প্রশ্ন কর।’ ‘উমর (রা) তখন হাঁটু গেড়ে বসে বললেনঃ ‘আমরা আহল্লাহ্কে রব হিসাবে, ইসলামকে দীন হিসাবে এবং মুহাম্মদ(সাঃ)কে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি।’ তিনি এ কথা তিনবার বললেন। তখন রাসূলুল্লাহ্ (সাঃ) নীরব হলেন।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন