বুখারী শরিফ: হাদিস নং ৮৭;

লিখেছেন লিখেছেন saifu islam ০২ মে, ২০১৬, ০৭:১০:৫৬ সন্ধ্যা



হাদিস ৮৭ ‘মুহাম্মদ ইব্ন বাশ্শার (র) …….. আবূ জামরা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইব্ন আব্বাস (রা) ও লোকদের মধ্যে দোভাষীর কাজ করতাম। একদিন ইব্ন আব্বাস (রা) বললেন, আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে, তিনি বললেনঃ তোমরা কোন্ প্রতিনিধি দল? অথবা বললেনঃ তোমরা কোন্ গোত্রের? তারা বলল, ‘রাবী’আ গোত্রের। তিনি বললেনঃ ‘মারহাবা। এ গোত্রের প্রতি অথবা এ প্রতিনিধি দলের প্রতি, এরা কোনরূপ অপদস্থ না হয়েই এসেছে। তারা বলল, ‘আমরা বহু দূর থেকে আপনার কাছে এসেছি। আর আমাদের ও আপনার মাঝে রয়েছে কাফিরদের এই ‘মুযার’ গোত্রের বাস। আমরা শাহ্র-ই হারাম ছাড়া আপনার কাছে আসতে সক্ষম নই। সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন, যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের কাছে পৌঁছাতে এবং তার ওসীলায় আমরা জান্নতে দাখিল হতে পারি।’ তখন তিনি তাদের চারটি কাজের নির্দেশ দিলেন এবং চারটি কাজ থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর উপর ঈমান আনার নির্দেশ দিলেন। তিনি বললেনঃ এক আল্লাহর উপর ঈমান আনা কিরূপে হয় জান? তারা বললঃ ‘আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন।’ তিনি বললেনঃ ‘তা হল এ সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত দেওয়া এবং রমযান এর সিয়াম পালন করা আর তোমাদের গনীমাতের মাল থেকে এক-পঞ্চমাংশ দান করবে।’ আর তাদের নিষেধ করলেন শুকনো লাউয়ের খোল, সবুজ কলস এবং আলকাতরার পালিশকৃত পাত্র ব্যবহার করতে। শু’বা বলেন, কখনও (আবূ জামরা) খেজুর গাছ থেকে তৈরী পাত্রের কথাও বলেছেন আবার তিনি কখনও (—– ) এর স্থলে (—–) বলেছেন। রাসূল (সাঃ) বললেনঃ তোমরা এগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখ এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের পৌঁছে দাও।

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367806
০২ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২১
কুয়েত থেকে লিখেছেন : মাশা'আল্লাহ খুবই ভালো লাগলো লেখা চালিয়ে যান ধন্যবাদ আপনাকে
367843
০২ মে ২০১৬ রাত ১১:৪৯
saifu islam লিখেছেন : সরি অনিচ্চায় ছাপে পরে একজনের মন্তব্যটা ডিলেট হয়ে গেল। দুঃখিত, সবাইকে মোবারক বাদ উৎসাহ দেয়ার জন্য।
০৩ মে ২০১৬ রাত ১২:০০
305204
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নো প্রবলেম ভাই,, আবার দিলাম. অসংখ্য ধন্যবাদ কষ্ট করে হাদিসগুলো শেয়ার করার জন্য
367845
০২ মে ২০১৬ রাত ১১:৫৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
০৩ মে ২০১৬ সকাল ১১:১৫
305222
গাজী সালাউদ্দিন লিখেছেন : saifu islam লিখেছেন : ধন্যবাদ ভাই,
367846
০৩ মে ২০১৬ রাত ১২:০৩
saifu islam লিখেছেন : ধন্যবাদ ভাই,
367870
০৩ মে ২০১৬ সকাল ১১:১৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
367928
০৩ মে ২০১৬ রাত ১০:৫৭
saifu islam লিখেছেন : জাযাক আল্লাহ খায়ের,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File