বুখারী শরিফ : হাদিস নং ৭৯;

লিখেছেন লিখেছেন saifu islam ২২ এপ্রিল, ২০১৬, ০৭:০৫:২১ সন্ধ্যা



হাদিস ৭৯ মুহাম্মদ ইব্নুল-আলা (র) …… আবূ মূসা (রা) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) বলেছেনঃ আল্লাহ তা’আলা আমাকে যে হিদায়ত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হল যমীনের উপর পতিত প্রবল বৃষ্টির ন্যায়। কোন কোন ভূমি থাকে উর্বর যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমানে ঘাসপাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে। আর কোন কোন ভূমি থাকে কঠিন যা পানি আটকে রাখে। পরে আল্লাহ তা’আলা তা দিয়ে মানুষের উপকার করেন; তারা নিজেরা পান করে ও (পশুপালকে) পান করায় এবং তার দ্বারা চাষাবাদ করে। আবার কোন কোন জামি আছে যা একেবারে মসৃণ ও সমতল; তা না পানি আটকে রাখে, আর না কোন ঘাসপাতা উৎপাদন করে। এই হল সে ব্যক্তির দৃষ্টান্ত যে দীনের জ্ঞান লাভ করে এবং আল্লাহ তা’আলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয়। ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর সে ব্যক্তির দৃষ্টান্ত-যে সে েদিকে মাথা তুলে তাঁকায়ই না এবং আল্লাহর যে হিদায়ত নিয়ে আমি প্রেরিত হয়েছি, তা গহণও করে না। আবূ ‘আবদুল্লাহ্ (মুখারী) (র) বলেনঃ ইসহাক (র) থেকে বর্ণনা করেছেনঃ তিনি —- এর স্থলে —– (আটকিয়ে রাখে) ব্যবহার করেছেন। —- হল এমন ভূমি যার উপর পানি জমে থাকে। আর —— হল সমতল ভূমি।

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366741
২২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
ঐ মিয়া কমেন্টের জবাব দিতে হয়!
366820
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৫
saifu islam লিখেছেন : আপনার পরামর্শের জন্য ধন্যবাদ,প্রয়োজনে মন্তব্যের উত্তর দেয়া হয়, কিন্তু উত্তর দিতেই হবে এমন নয়।সালাউদ্দিন সাহেব ঐ মিয়া মন্তব্যটা খারাপ লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File