বুখারী শরিফঃ হাদিস নং ৪১ ;

লিখেছেন লিখেছেন saifu islam ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:৩৭:৩১ বিকাল

হাদিস ৪১ মুহাম্মদ ইব্নুল মুসান্না (রঃ) ……… ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (সাঃ) একবার তাঁর কাছে আসেন, তাঁর নিকট এক মহিলা ছিলেন। রাসূলুল্লাহ (সাঃ) জিজ্ঞাসা করলেনঃ ‘ইনি কে? আয়িশা (রাঃ) উত্তর দিলেন অমুক মহিলা, এ বলে তিনি তাঁর সালাতের উল্লেখ করলেন। রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ ‘থাম, তোমরা যতটুকু সামর্থ্য রাখ, ততটুকুই তোমাদের করা উচিৎ। আল্লাহর কসম! আল্লাহ তা’আলা ততক্ষন পর্যন্ত (সওয়াব দিতে) বিরত হন না, যতক্ষন না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পর। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল তা-ই, যা আমলকারী নিয়মিত করে থাকে।

বিষয়: বিবিধ

৯৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360517
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪১
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুব ভালো লাগল হাদীসটি পড়ে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File