বুখারী শরিফ: হাদিস নং ৩১- ৩২;

লিখেছেন লিখেছেন saifu islam ০৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৫২:২০ দুপুর

হাদিস ৩১ আবুল ওয়ালীদ এবং বিশর (রঃ) ………..আব্দুল্লাহ (ইবন মাসউদ) (রাঃ) থেকে বর্ণনা করেনঃ “যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করেনি” (৬:৮২) এ আয়াত নাযিল হলে রাসুলুল্লাহ (সাঃ০ এর সাহাবিগণ বললেন, ‘আমাদের মধ্যে এমন কে আছে যে যুলুম করে নি?’ তখন আল্লাহ তা আলা এ আয়াত নাযিল করেনঃ “নিশ্চয়ই শিরক চরম যুলুম।”

হাদিস ৩২ সুলায়মান আবুর রাবী’ (র) ………. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেনঃ মুনাফিকের আলামত তিনটিঃ১. যখন কথা বলে মিথ্যা বলে;২. যখন ওয়াদা করে ভঙ্গ করে; এবং৩. আমানত রাখা হলে খেয়ানত করে।

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359076
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০৮
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ।
359083
১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১০
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File