বুখারী শরিফ:হাদিস নং ২৭-২৮;

লিখেছেন লিখেছেন saifu islam ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:০৮:৩০ রাত

হাদিস ২৭ কুতায়বা (রঃ) ……… আবদুল্লাহ ইব্ন ‘আমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ)কে জিজ্ঞাসা করল, ‘ইসলামের কোন্ কাজ সবচাইতে উত্তম?’ তিনি বললেনঃ তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম করবে।

হাদিস ২৮ আবদুল্লাহ ইব্ন মাসলামা (রঃ) ……….. ইব্ন ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সাঃ) ইরশাদ করেনঃ আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি), তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক; (কারন) তারা কুফরী করে। জিজ্ঞাসা করা হল, ‘তারা কি আল্লাহর সঙ্গে কুফরী করে?’ তিনি বললেনঃ ‘তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে।’ তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাক, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, ‘আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি।’

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358754
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:২০
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

আললাহ সবাইকে জাহাননাম থেকে হেফাজত করুন ,
আমিন
358838
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৭
saifu islam লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম, "আমিন"
358875
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৩
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ।
359085
১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:০৫
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File