বুখারী শরিফ: হাদিস নং ২৪-২৫ ;

লিখেছেন লিখেছেন saifu islam ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১৩:৪২ রাত

হাদিস ২৪ আবদুল্লাহ ইব্ন মুহাম্মদ আল-মুসনাদী (রঃ) ………… ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেনঃ আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছে, যতক্ষন না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নেই ও মুহাম্মদ (সাঃ) আল্লাহ্র রাসূল, আর সালাত কায়েম করে ও যাকাত দেয়। তারা যদি এ কাজগুলো করে, তবে আমার পক্ষ থেকে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল; অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোন কারন থাকে, তাহলে স্বতন্ত্র কথা। আর তাদের হিসাবের ভার আল্লাহর ওপর ন্যস্ত।

হাদিস ২৫ আহমদ ইব্ন ইউনুস ও মূসা ইব্ন ইসমা’ঈল (রঃ) ……. আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ)কে জিজ্ঞাসা করা হল, ‘কোন আমলটি উত্তম?’ তিনি বললেনঃ ‘আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনা।’ প্রশ্ন করা হল, ‘তারপর কোনটি?’ তিনি বললেনঃ ‘আল্লাহর রাস্তায় জিহাদ করা।’ প্রশ্ন করা হল, ‘তারপর কোনটি।’ তিনি বললেনঃ ‘মকবূল হজ্জ।’

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358546
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৪৪
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
358554
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:২৯
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ভাইয়া ।
358560
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৪৩
আঃ হাকিম চাকলাদার লিখেছেন : Good Hadith.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File