মানুষের জীবন বরফ খন্ডের মত।

লিখেছেন লিখেছেন saifu islam ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৯:৪৭ রাত

# মানুষের জীবন বরফ খন্ডের মত গলে গলে শেষ হয়ে যায়।

বরফ ব্যবসায়ীর বরফ যেমন সময় মত না বিক্রি করলে গলে শেষহয়ে যায় তার অস্থিত্ব ও থাকে না পুঁজিও শেষ হয়ে যায়।

আমাদের জীবন টাও বরফের মত গলে যাচ্ছে প্রতিনিয়ত থেমে নেই। সময় মত কাজে লাগাতে না পারলে সব হারিয়ে আফসোস ছাড়া আর করার কিছুই থাকবেনা।

সুতরাং জীবন নামের বরফ খন্ডটি গলে ক্ষয় হওয়া বা শেষ হওয়ার আগেই কাজে লাগিয়ে লাভবান হওয়া বা পুঁজি সংগ্রহ করা জরুরী প্রয়োজন।

আল্লাহ আমাদের জীবন পুর্ন থাকতে তাঁর পথে কাজে লাগিয়ে আখেরাতের পুঁজি সঞ্চয় করার তৌফিক দিন

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File