ন্যায় এবং অন্যায় একসাথে চলতে পারে না।

লিখেছেন লিখেছেন saifu islam ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৮:২৩ দুপুর

# যেখানে ন্যায় কে বর্জন করে অন্যায় কে গ্রহন করা হয়েছে সেখানেই বিপর্যয় ঘটেছে।

মানুষের জীবনে চলারপথ দুই টাই একটা ন্যায় আরেকটা অন্যায়। ইসলাম একমাত্র ন্যায়ের পথ বা শান্তির পথ এবং ইসলাম যা নিষেধ করেছে সেটাই অন্যায়ের বা ধ্বংশের পথ।

আজ ইসলাম নিয়ে কিছু বিপথগামী নাস্তিকের চুলকানী, ইসলাম নাকি জঙ্গিবাদ, ইসলামের পথে যারা চলে মানে এরা নাকি জঙ্গি ! এরাই নাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের নির্মুল করলেই সমাজের শান্তি ফিরে আসবে।

তাই আজ জঙ্গি নির্মূলের নামে ইসলাম ঘেষা যা আছে সংগঠন হউক আর শিক্ষা প্রতিষ্টান হউক কড়া নজরধারীতে আছে। আবার ইন্ধন যোগাচ্ছে স্বঘোষিতকিছু বুদ্ধিজীবিরা ।এখানে নাকি জঙ্গি বানানোহয়!!!!!!!

ওরা জানে ইসলামই একমাত্র শান্তির পথ, এর পরেও জেনে বুঝে বিচক্ষনতার সাথে বিরোধীতা করছে।আজ নিউজে দেখলাম জুয়া খেলতে গিয়ে মারামারি করে একজন নিহত। ডাকাতি করে মালের ভাগ নিয়ে মারমারি হয়।

এমন কি হয়েছে কোন মাদ্রাসায় হল দখল নিয়ে দুই গ্রুপে মারামারি করে মারা গেছে? নামাজ পড়তে গিয়ে মসজিদে কাতার বন্দীহয়ে দাঁড়াতে গিয়ে মারামারি হয়েছে? কোথাও এমন একটি উদাহরন আছে?

ইসলামে হুকুম আহকাম মানতে গিয়ে গ্রুপিং হয়েছে। হয়নাই হতে পারেনা ইসলামই শিক্ষাদেয় সুস্থ সঠিক নিয়ম নীতি।একে অপরের প্রতি শত্রুতার বদলে মিত্রতা, মানবতার সুদৃঢ় বন্ধন তো একমাত্র ইসলাম শিক্ষা দিয়েছে।

সুশৃঙ্খল সমাজ গড়তে, সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা শিক্ষা দিয়েছে ইসলাম।

আজ যারা জেনে বুঝে পরিকল্পিত ভাবে ইসলাম কে জঙ্গিবাদ বানাতে চায়।

এবং নিজেদের তৈরী আইন মতবাদে মানুষ কে পরিচালিত করার চেষ্টা করছে এরাই আসলে তাগুত।

তাই আজ এই সমাজের প্রতিটি স্বচেতন মানুষের চিন্তা করা দরকার, ন্যায়ের পথে যারা চলে তাদেরকে কেন জঙ্গি বলাহয় এবং ইসলাম কে জঙ্গিবাদ বলাহয়। এই বুঝশক্তি যদি উদয় হয় তাহলে এদের মুকাবিলা করে শান্তির পথে থাকা সম্ভব হবে।

আল্লাহ আমাদের সাহায়্য করুন ।

বিষয়: বিবিধ

৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File