দেশটা যেন মগের মুল্লুক.....!!

লিখেছেন লিখেছেন তৌহিদুল মিনহাজ ০৭ অক্টোবর, ২০১৫, ০৬:৫১:৫২ সন্ধ্যা

দেশটা যেন মগের মুল্লুক.....!! পুরো দেশটাকে চেটে পুটে খেয়ে ফেলল আওয়ামী রাক্ষস গুলো...!!তাও তাদের পেট ভরে না....!!

.

খা....!! দেশের রাস্তা সহ খেয়ে ফেল...!!

.

ইউরোপে চার লেনের নতুন মহাসড়ক নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় পড়ছে ২৮ কোটি টাকা। পার্শ্ববর্তী দেশ ভারতে এ ব্যয় ১০ কোটি টাকা। আর চীনে তা গড়ে ১৩ কোটি টাকা। তবে বাংলাদেশের তিনটি মহাসড়ক চার লেনে উন্নীত করতে ব্যয় ধরা হচ্ছে কিলোমিটারপ্রতি গড়ে ৫৯ কোটি টাকা। এর মধ্যে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক চার লেন নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি টাকা। ফলে মহাসড়ক নির্মাণ সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে বাংলাদেশে।

.

এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ,(ধ্বংসের দিকে) । জয় বাংলা বলে আগে বাড়ো.....!!

বিষয়: বিবিধ

১১০২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344965
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৩১
শেখের পোলা লিখেছেন : হিসাবটা খুবই সহজ৷
বিশেষ কারণে একজনের একটি ডাবের দরকার হলে জমিদার বাবুর কাছথেকে অনুমতি নিয়ে তার বাগানে একট ডাব পাড়তে গেল। বাবুতো অনুমতি দিয়েছেন কিন্তু বাবুর চাকর দারোয়ান আর মালীর অনমতি পেতে বেচাকে ওয়াদা করতে হল যে কয়টা ডাব পাড়বে তার অর্ধেক ও একটি বেশী দিয়ে যেতে হবে৷ প্রথমে মালী তার পর দারোয়ান তারপর চাকর, প্রত্যেককে একে একে অর্ধেক ও বেচারার ভাগথেকে একটি বেশী দিত হবে৷ এখন বলুন বেচারাকে একটা ডাব নিতে হলে কয়টা ডাব পাড়তে হবে? উত্তর হবে বাইশটা৷বাংলাদেশেও ঐ নিয়ম৷ তাই ৯৫ কোটি টাকাতো লাগবেই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File