অার কত দুর
লিখেছেন লিখেছেন ব্লগার ছোট ভাইয়া ০৬ অক্টোবর, ২০১৫, ০২:৪২:৩০ রাত
জানি তুমি আসবে না
পড়বে না মোর লেখা
তবু আমি লিখে যাবো
বসে থাকবো একা।
.
লিখতে লিখতে হবো কবি
মনের কথা লিখে যাবো সবি
একদিন আমার লেখা তুমি পড়বেই
লেখা পড়ে একদিন দেখা করবেই।
.
সময় শুধু বয়ে যায়
আছি সেই দিনটির অপেক্ষায়
হৃদয় বীনে বাজে সুর
সেই দিন অার কত দুর?
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন