অতপর তুমি জানলে

লিখেছেন লিখেছেন ব্লগার ছোট ভাইয়া ৩০ অক্টোবর, ২০১৫, ১০:৫৭:৩৪ রাত



আমি চাইনি তোমার হাতে একটি লাল গোলাপ

ধরিয়ে দিয়ে বলবো আই লাভ ইউ,

আমি চাইনি ঘুর ঘুর করবো তোমার পিছু পিছু

আমি চাইনি পার্কে গিয়ে তোমার সামনে গিয়ে

দাড়িয়ে বলবো এ জীবন অনলী ফর ইউ।

.

আমি চাইনি দুজনে এক রিক্সায় চলতে চলতে

মধুর মধুর প্রেমালাপ করতে

আমি চাইনি পুকুর পাড়ে বসে গল্প করতে হাতে রেখে হাত

অযথা বকবক করে কাটিয়ে দিতে সারা রাত।

.

আমি চেয়েছিলাম নিরবে তোমায় খুব ভালোবাসতে

মনের অানন্দে একা একা নিবিড়ে প্রাণ খুলে হাসতে

আমি চেয়েছিলাম লুকিয়ে লুকিয়ে তোমায় দেখতে

মনের মাঝে রঙ্গিন করে তোমার ছবি আঁকতে।

.

আমি চেয়েছিলাম শুধু তুমি যেন জানো

একজন মানুষ তোমায় খুব ভালোবাসে

সে তোমার দু:খে কাদে, তোমার সুখে হাসে।

.

তোমাকে সে কোন দিনও মুখ খুলে বলতে না

তার অব্যক্ত ভালোবাসার কথা

তোমাই বুঝে নিতে হবে তার মনের ব্যাথা।

.

বহু প্রতিক্ষার পর পূর্ণ হলো আমার আশা

সফল হলো অব্যক্ত ভালোবাসা

আমি তোমাকে ভালোবাসি অবশেষে তুমি জানলে।

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347852
৩০ অক্টোবর ২০১৫ রাত ১১:০৭
সত্যলিখন লিখেছেন :
০৩ নভেম্বর ২০১৫ রাত ০২:৫৪
289126
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : :Thinking :Thinking :Thinking কথা কিন্তু মন্দ বলোনি আপু:Thinking :Thinking :Thinking
347873
৩১ অক্টোবর ২০১৫ রাত ১২:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রকাশহীনতায় কষ্ট বাড়ে.....!
০৩ নভেম্বর ২০১৫ রাত ০২:৫৬
289127
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : জ্বি ভাইয়া
347887
৩১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।
বিয়ের পর ভাবীকে উপহার দিবেন কবিতাটি Happy Good Luck Praying
০৩ নভেম্বর ২০১৫ রাত ০২:৫৭
289128
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : বিয়ার কতা শুনলে শরম পাই আপু
347905
৩১ অক্টোবর ২০১৫ রাত ০৪:০৪
আফরা লিখেছেন : বিয়ের আগেই জানল নাকি পরে ।ধন্যবাদ ছোট ভাইয়া ।
০৩ নভেম্বর ২০১৫ রাত ০২:৫৭
289129
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : আগেই
347927
৩১ অক্টোবর ২০১৫ সকাল ১১:০১
হতভাগা লিখেছেন : প্রেম পিরিতের দিকে না গিয়ে পড়া শোনায় মন দাও ছোট ভাইয়া ।
০৩ নভেম্বর ২০১৫ রাত ০২:৫৭
289130
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : ভাইয়া দুটোই একসাথে চালালে কি দোষ অাছে?
০৩ নভেম্বর ২০১৫ সকাল ১০:২৫
289140
হতভাগা লিখেছেন : পড়াশোনা তাতে লাটে উঠবে , প্রেমিকাও ছ্যাকা দেবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File