ছোট ভাইয়া মন্তব্য করার সুযোগ চায়
লিখেছেন লিখেছেন ব্লগার ছোট ভাইয়া ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৩:৩৭ রাত
ব্লগার ছোট ভাইয়া বেচারা নতুন বলে তাকে কি মন্তব্য করার সুযোগ দেয়া হবে না? নতুন মানে এক্কেবারে নতুন না ব্লগে ১১দিন পার হয়ে গেছে। এই ভাবে নিরবে আর কতদিন অন্যের ব্লগ শুধু পড়ে যাবে ছোট ভাইয়া?
প্রিয় মডারেট ভাইয়া অতি দ্রুত ব্লগার ছোট ভাইয়াকে অন্যের পোস্টে মন্তব্য করার সুযোগ দিন। নইলে কিন্তু ...............থাক অাজ কিছূু বললাম না। তবে এই পোস্টে পড়ার পরেও যদি ছোট ভাইয়া মন্তব্য করার সুযোগ না পায় তইলে কিন্তু ব্যাপক আন্দোলন হবে।
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন