ব্লগ আমাদের কি দিচ্ছে?

লিখেছেন লিখেছেন ব্লগার ছোট ভাইয়া ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৭:৪২ বিকাল



একটা সময় ছিল যখন ব্লগের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এই ব্লগের মাধ্যমে অনেক সাধারণ মানুষ এক একজন লেখকে পরিনত হয়েছে। প্রকাশিত হয়েছে তাদের নতুন নতুন বই। বইগুলো স্থান করে নিয়েছে পাঠক/পাখিকার হৃদয়ে। এখনো প্রতি বছর একুশে বই মেলায় ব্লগারদের বই প্রকাশিত হয়। অনেক পাঠক/পাঠিকা ব্লগারদের বই খুজে খুজে কিনে নেন।

সাংবাদিকতার জগতে ব্লগারদের দখল কম নয়। এমন অনলাইন পত্রিকা পাওয়া দুস্কর যেখানে ব্লগার সাংবাদিক নেই বরং ব্লগার সাংবাদিক অন্য দু একজন সাংবাদিকের চেয়ে বেশিই জনপ্রিয়।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345247
১০ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৯
আফরা লিখেছেন : ব্লগে তো আমার একজন ছোট ভাইয়া আছে , আপনি আবার নিক নিয়ে আসলেন ছোট ভাইয়া এখন কি করি ।

আপনাকে স্বাগতম । তবে মনে হচ্ছে আপনি অনেক পুরাতন ব্লগার !!
১১ অক্টোবর ২০১৫ রাত ০২:০৬
286505
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : ছোট ভাইয়া আমিই সেটি বন্ধ হয়ে (ইউজার পাসওয়ার্ড ভুলে যাওয়ায়) যাওয়ায় ব্লগার ছোট ভাইয়া হয়ে আসলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File