রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৫
লিখেছেন লিখেছেন রাকিব রুকু ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪২:৪৯ সকাল
আজ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এ মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের নবীন বরনকে কেন্দ্র করে বিকাল ৪টার সময় ছাত্রলীগের সভাপতি রিগান গ্রুপের সাথে সেক্রেটারি রাশেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৮ জন আহত হয় । আহত সকলকে রাজশাহী মেডিকেলে কলেজে ভর্তি করা হয়। এই সংঘর্ষকে কেন্দ্র করে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম অতংক বিরাজ করছে।শিক্ষার্থীরা মনে করছে যে কোন সময় আবার ক্যাম্পাসের অবস্থা অস্বাভাবিক হতে পারে। এই সংঘর্ষের সময় কলেজ প্রসাশন নীরব দর্শকের ভূমিকা পালন করে যা সাধারণ শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের কাছে আশা করে না । নাম না প্রকাশের স্বার্থে এক জন ছাত্রলীগ কর্মী বলেন - মূলত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার পর থেকে নিজেদের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতি সেক্রেটারি মধ্যে দ্বন্দ চলছিলো । এই দ্বন্দ্বের জের ধরে বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় রাশেদ গ্রুপের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে রিগেনের সমর্থকদের ওপর হামলা চালায়।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
বিষয়: বিবিধ
৭৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন