প্রবাসী আমরা প্রবাসী। সম্পূর্ণ ৪০ লাইন। প্রবাসীর জীবন চিত্র নিয়ে রচিত কবিতা/গান।
লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ০৫ অক্টোবর, ২০১৯, ০১:৫৮:২২ দুপুর
রচয়িতাঃ মুন্সী কুতুবুদ্দীন সাদ্দাম
.
প্রবাসী আমরা প্রবাসী আমরা প্রবাসী সবাই
মাথার ঘাম ফেলে পায় অবিরাম কাজ করে যাই।
বিনিময়ে টাকা পায় সেই টাকা বাড়ি পাঠাই
দুঃখের সাগরে থেকেও মোরা পরিবার কে সুখে রাখতে চাই।।
কেউবা কাজ করে কারখানাতে চার দেওয়ালে বন্দী হয়ে
কেউবা আবার রাস্তা ঝাড়ু দেয় রৌদ্র গরম সয়ে।
কেউবা আবার ঘাস কাটে কাঁধে মেশিন নিয়ে
কেউবা আবার ড্রেন পরিস্কার করে নাকে রুমাল দিয়ে।
কেউবা কাজ করে সাম্পা লড়ী তে বানরের মতো ঝুলে
ডাস্টবিন বস্তার সব ময়লা নেয় যে তারা তুলে।
আবার কতো ভাই ঊঠ গরু চরাই পরে দালালের ফাঁদে
কতো মা বোনে প্রবাস জীবনে জুলুম সয়ে নির্যাতিতা হয়ে ঢুকরে ঢুকরে কাঁদে।
কেউবা কাজ করে হোটেল রেস্তোরাঁয় কেউবা খাবার রাধে
নানান রকম খাবার বানায় ভিন্ন ভিন্ন স্বাদে।
কেউবা বিল্ডিং এর কাজ করে অবিরত ঝরায় ঘাম
কেউবা বাগানে কাজ করে পাম ফল কাটে পাম।
কেউবা আবার অবৈধ হয়ে জঙ্গলে জঙ্গলে ঘোড়ে
রাস্তা ঘাটে বের হতে পারে না ইমিগ্রেশন পুলিশের ডোরে।
সাগর পথে আসতে গিয়ে আবার কেহ সাগরেই ডুবে যায়
জেলখানায় আবার কেহ ধুঁকে ধুঁকে মরে দেখার কেহ নাই।
প্রবাসে কেউবা লেখা পড়া করে নিয়ে নেয় ডিগ্রি হয়ে যায় পাস
প্রবাসে কেউবা ব্যাবসায় লাভবান কেউবা খেয়ে যায় বাঁশ।
কত প্রবাসী ড্রাইভার ভাই রাস্তায় চালায় গাড়ি
বৎসরের পর বৎসর চলে যায় তবু হয়না যাওয়া বাড়ি।
কতো ভাই ওয়ার্কসপে কাজ করে হাতে মুখে শুধু কালি
জামা কাপড় সব ময়লা হয়ে যায় লেগে ধুলাবালি।
কেউবা আবার শুধু দিনে ঘুমায় কাজ করে সারা রাত জেগে
কস্ট সইতে না পেরে আবার কেহ যাচ্ছে যে ভাই ভেগে।
কেউবা গরুর খামারে আবার কেউবা মুরগীর ফারামে
কেউবা মহা কষ্টে আছে কেউবা একটু আরামে।
কেউবা একটু ভালোই আছে সুখেই কেটে যায় দিন
কেউবা শুধুই খেটেই চলেছে শোধ হয়না তার ঋন।
কেউবা আছে টেনশনে শান্তি নেই মনে ঋনেরই জ্বালাই
কারো বা বউ আবার ধোঁকা দিয়ে তার টাকা নিয়ে পালায়।
প্রবাসে থেকেই আবার কেহ আপনজন চিরতরে হারায়
পরকালের পথে চলে যায় স্বজন শেষ দেখা ছাড়াই।
সবার শেষে সবার কাছে আমি বলে যায়
সব হারালেও যেন মোরা ঈমান না হারায়।
সব কিছু ভুলেও যেন মোরা
আল্লাহকে না ভুলে যায়।
বিষয়: বিবিধ
৩৩০৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন