আমাদের প্রত্যয় একটাই
লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ১২ নভেম্বর, ২০১৬, ০১:৪৪:০৬ রাত
আমাদের প্রত্যয় একটাই
আল্লাহর পথে মোরা চলবোই।
কুরআনের কথা বলছি মোরা
আজীবন বলবোই।
.
কুরআনের সমাজ কায়েমের চেষ্টা করছি মোরা
আজীবন করবোই।
তাগুত কাফির মুনাফিকের সাথে লড়ছি মোরা
আজীবন লড়বোই।
.
বাতিলের সাথে করছি জিহাদ
আজীবন করবোই।
আল্লাহর পথে মরছি মোরা
আজীবন মরবোই।
.
আল্লাহর দ্বীন কায়েম করিতে
যদি মোদের হয় মরিতে।
অমুল্য সেই শহিদি মরন
হাঁসি মুখে করবো বরন।
.
কুরআনের পথে চলতে যদি
ফাসির মন্চে চরতে হয়।
ফাসির মন্চে চরবো মোরা
করবো নাকো কনো ভয়।
.
ফাসির মন্চে চরতে হলে
ফাসির মন্চে চরবোই।
তবু দ্বীন কায়েমের জন্য
তাগুতের সাথে লড়বোই।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন