দ্বীন প্রতিষ্ঠা কর اقيمو الدين সূরাঃ শূরা ৪২ আয়াত ১৩ দ্বীন অর্থাত ইসলামী আইন, রাষ্ট্র, শাসন ও সরকার তথা পূর্নাঙ্গ জীবন ব্যাবস্হা

লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ০৯ নভেম্বর, ২০১৬, ০৮:৩০:৩৪ সকাল

দ্বীন প্রতিষ্ঠা করো সবাই দ্বীন প্রতিষ্ঠা করো

তাগুতের সাথে লড়াই করে মারো এবং মরো।

দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ সব নবীকেই দিয়েছেন

দ্বীন প্রতিষ্ঠার জন্যই মোদের বাছাই করে নিয়েছেন।

ফিতনা যতক্ষন দূরিভূত হয়ে প্রতিষ্ঠা না হয় দ্বীন

ততক্ষন জিহাদ চালিয়েই যাবে সত্যিকারের মুমিন।

ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র মানব রচিত গনতন্ত্র করোরে বিলিন

মানব রচিত বিধান দিয়ে বাদ প্রতিষ্ঠা করো আল্লাহর দ্বীন।

দ্বীন প্রতিষ্ঠার কাজ আল্লাহর সব রাসূলই করেছেন

তাগুতের সাথে লড়াই করে মেরেছেন ও মরেছেন।

সব নবীর উম্মতেরাই তাগুতের সাথে লড়েছেন

তাগুত উৎখাত করেই তবে দ্বীন প্রতিষ্ঠা করেছেন।

ইসলাম হলো আল্লাহর কাছে গ্রহন যোগ্য দ্বীন

এই দ্বীন প্রতিষ্ঠা করতে লড়াই করোরে মুমিন।

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379604
০৯ নভেম্বর ২০১৬ দুপুর ১২:০৫
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : ভালো লাগলো
১০ নভেম্বর ২০১৬ রাত ০৩:৩৩
314290
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আল হামদু লিল্লাহ। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
পড়ে অনুভতি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File