ও রুপসী কন্যারে গানটির সুরে রচিত ইসলামিক প্যারেডী গান ২
লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ০১ নভেম্বর, ২০১৬, ০৯:৩৯:১৪ রাত
ও আল্লাহর বান্দারে চিন্তা করে দেখনা রে
এমোনো সুন্দর করে বানাইলো কে তোরে।
ও আল্লাহর বান্দিরে চিন্তা করে দেখনা রে
এমোনো সুন্দরি করে বানাইলো কে তোরে।
ও রুপসী কন্যারে চিন্তা করে দেখনা রে
এমোনো রুপসী করে বানাইলো কে তোরে।।
সব যদি ভুলে যাস ভুলিস না তারে
দিবানিশি স্বরণ কর সেই আল্লাহরে।।
সুন্দর এই দেহ ছেড়ে একদিন তুই যাবি মরে
শোয়াবে তোকে কবরে আসবি না আর ফিরে।
অন্ধকার ঐ কবরে থাকবি একা পরে
সাথী নাই বাতি নাই থাকবি কি করে।।
যারা আজ আপন আছে সবাই হবে পর
তারাই তোকে রেখে আসবে কবরের ভীতর।।
আকাশ সম সপ্ন তুই দেখিস কারে নিয়ে
জীবন তোর পূর্ণ কর নেক আমল দিয়ে।
এই আমল তোর কাজে লাগবে কবরের ভীতর
যেই কবরে থাকবি একা সারা জীবন ভর।।
ভর করেছে শয়তানরে জলদি করে তাড়ারে
মনের ময়লা দুর কর কুরঅান হাদিস পড়েরে।।
বিষয়: বিবিধ
১৬৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন