উর্দু, বাংলা ও হিন্দি!

লিখেছেন লিখেছেন জনগনমন ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৩৪:০৭ দুপুর



জিন্নাহ ছিলো বোকা, জোর করে খাওয়াতে পারে নাই। একই দেশের বাসিন্দা হয়েও খাঁজা আহাম্মেদ আব্বাস ছিল চিকন বুদ্ধির মানুষ; সে পুরো উপমহাদেশকেই হিন্দির বোতলে উর্দু খাইয়ে দিয়েছে।

উপমহাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা বৃটিশ আমল থেকেই বোম্বে কেন্দ্রিক। সেখানে খাঁজা সাহেবরা উর্দু সিনেমা তৈরী করতেন। ভারত স্বাধীন হওয়ার পরও উর্দু ভাষায় তৈরী সিনেমাকেই হিন্দি বলে চালাতে লাগলেন। হিন্দি ভাষাকে বিশালভাবে ডমিনেট করলো বলিউড ইন্ডাস্ট্রি এবং ৭০ বছরে হিন্দি ভাষা বদলে ৮০% উর্দু ভাষা হয়ে গেল, খালি বর্ণমালা আলাদা থাকলো।

সেই বলিউডের হিন্দি সিনেমা আর সিরিয়ালের হাত ধরে "মেরা বাঙাল মুলক খুশিছে উর্দুকা এস্তেমাল শুরু কার দিয়া"।

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360176
২২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১০
চেতনাবিলাস লিখেছেন : একেই বলে বুদ্ধি! চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
360182
২২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৯
আবু জান্নাত লিখেছেন : চেতনাবাজরা হিন্দি বলে গরুর পেশাব খেতেও রাজী, কিন্তু উর্দু বলে মধু খেতেও রাজী নন। তাই তো ফিল্মের মাধ্যমে খাওয়ানো হচ্ছে।

360186
২২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৬
কুয়েত থেকে লিখেছেন : লেখাটা পড়ে হাসতেই হলো। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
360197
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৯
দ্য স্লেভ লিখেছেন : কথা খাটি Happy
360203
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দ্য স্লেভ লিখেছেন : কথা খাঁটি
360219
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৩৯
শেখের পোলা লিখেছেন : কাকের গোশ্ত নাকি কাকে খায়না৷ তাকে চিল শকুনের গোশ্ত বলে দি কেউ খাওয়ায় তো তাকে শাবাশীই দিতে হয়৷৷ বোতলে যাই থাক, লেবেল দেখেই খুশী৷ বাংলার চেতনার সময় এ সব না বলাই ভাল৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File