উর্দু, বাংলা ও হিন্দি!
লিখেছেন লিখেছেন জনগনমন ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৩৪:০৭ দুপুর
জিন্নাহ ছিলো বোকা, জোর করে খাওয়াতে পারে নাই। একই দেশের বাসিন্দা হয়েও খাঁজা আহাম্মেদ আব্বাস ছিল চিকন বুদ্ধির মানুষ; সে পুরো উপমহাদেশকেই হিন্দির বোতলে উর্দু খাইয়ে দিয়েছে।
উপমহাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা বৃটিশ আমল থেকেই বোম্বে কেন্দ্রিক। সেখানে খাঁজা সাহেবরা উর্দু সিনেমা তৈরী করতেন। ভারত স্বাধীন হওয়ার পরও উর্দু ভাষায় তৈরী সিনেমাকেই হিন্দি বলে চালাতে লাগলেন। হিন্দি ভাষাকে বিশালভাবে ডমিনেট করলো বলিউড ইন্ডাস্ট্রি এবং ৭০ বছরে হিন্দি ভাষা বদলে ৮০% উর্দু ভাষা হয়ে গেল, খালি বর্ণমালা আলাদা থাকলো।
সেই বলিউডের হিন্দি সিনেমা আর সিরিয়ালের হাত ধরে "মেরা বাঙাল মুলক খুশিছে উর্দুকা এস্তেমাল শুরু কার দিয়া"।
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন