জীবনের যোগ-বিয়োগ

লিখেছেন লিখেছেন অদৃশ্য কলম ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:৩৪:০৪ রাত

★★★জীবনের যোগ-বিয়োগ★★★

.........আমি অর্থ পেয়েছি, দুরন্তপনা হারিয়েছি। আমি যশ পেয়েছি, মনশান্তি হারিয়েছি। আমি ক্ষাতি পেয়েছি, ভালোবাসা হারিয়েছি। আমি সম্মান পেয়েছি, মন চাহিদা হারিয়েছি। আমি ভালোবাসা পেয়েছি, প্রকৃতিকে হারিয়েছি। মন যা চায় তার মুখে দিয়ে ছাই বড় হতে হয়। পেছন থেকে মনের চাওয়া গুলো অবহেলায় ঝরে যায়। কৃত্রিম মানব হয়ে পথ চলতে হয়। শিশু-সুলভ আচারন ও সম্মান হারানোর ভয়। পাথর চাপা দিয়ে মন। দম্ভ জাহিরে রোবটি চলা চলতে হয়। দম বন্ধ হয়ে যাই। যবে পরেছি ব্লেজার টাই। বিঁষ ব্যাথা পাই পরা জুতায়। দুরত্ব বাড়িয়েছে প্রাইভেট কার। অতি সাধারন আমার গা ঘেঁসতে পায় সংকোচ ভয়। আমি মানুষের গন্ধ পাই না, পারফিউম এর ঝাজালো সব ভৎস্য করে দেয়। বৃষ্টি মাখতে পারিনা। কাঁচের গ্লাসের ওপাশে শ্রাবন এপাশে আমি। মাঠির পরশ পায় না জুতা। পায় টাইল্স তার অনেক নিচেই মৃত্তিকা। আমি আজ যন্ত্র রূপে রূপান্তরিত। যশ ক্ষ্যাতি সম্মানের কাছে বেঁচা-কেনার পন্য হয়ে গেছি। আমি আজ নিজেকে অর্থের মাপকাটিতে ওজনে মাঁপি। নিজেরে কিনে বেঁচি। আজ নিজেই ব্যবসায়ী, নিজেই পন্য, নিজেই ক্রেতা আমি।।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381981
২২ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:৪৩
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম,,

কঠিন বাস্তবতা।
381992
২৩ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৫:১১
অদৃশ্য কলম লিখেছেন : ওয়ালাইকুমাস্সালাম
384410
১০ নভেম্বর ২০১৭ রাত ০২:৫২
অদৃশ্য কলম লিখেছেন : জ্বি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File