রমজান মাসে করণীয়।
লিখেছেন লিখেছেন অদৃশ্য কলম ২৯ মে, ২০১৬, ০৪:৩৬:২০ বিকাল
মাহে রমজানের ২০টি আমল
(১) শা’বানের শেষ দিন রমজানের
চাঁদ দেখা।
(২) দিনে রোযা রাখা।
(৩) রাতে তারাবীর নামাজ পড়া।
(৪) শেষ সময় সাহারী খাওয়া।
(৫) বিলন্ম না করে সুর্যাস্তের সঙ্গে
ইফতার করা।
(৬) ইফতারের আগে ও দিনভর দু’আ করা।
(৭) কথা ও কাজে মিথ্যাচার এবং
মুর্খতা বর্জন করা।
(৮) বিবাদ-বিতন্ডা এড়িয়ে চলা।
(৯) রোযাদারকে সাধ্যমতো ইফতার
করানো।
(১০) কুরাআন তিলাওয়াত, মর্মচর্চা ও
শিক্ষা করা।
(১১) অধিকহারে দান সাদকা করা।
(১২) মিসওয়াক করা
(১৩) সামর্থ থকলে উমরা করা
(১৪) শেষ দশকে ইবাদতের জন্য
অতিরিক্ত পরিশ্রম করা
(১৫) শেষ দশকে মসজিদে ই’তিকাফ
করা।
(১৬) শেষ দশকের বেজোড় রাত সমুহে
শবে কদর প্রাপ্তির জন্য ইবাদত করা।
(১৭) সাদকাতুল ফিতর আদায় করা।
(১৮) ক্ষমা ও জাহান্নাম থেকে
মক্তির দু’আ করা।
(১৯) সাধারণ নেক আমল অধিক হারে
সুন্দরভাবে সম্পাদন করা।
(২০) পাপাচার পরিত্যগ বা
তাক্কওয়ার অনুশীলন করা।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.bddesh.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/76670" target="_blank" target="_blank" rel="nofollow">Click this link
I will participate Insha Allah,,,
Thankyou so much..
মন্তব্য করতে লগইন করুন