কাজ করুন নিঃসার্থে,,
লিখেছেন লিখেছেন অদৃশ্য কলম ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৬:৫৩ রাত
'মানুষ কেন নাম চায়?
কেন তার কৃতিত্বের
কথা প্রচার করতে চায়?
চায় কারণ, সে তার ভালো কাজের বিনিময়
চায় ।মানুষ তার কৃতিত্বের একটা বিনিময়
দিক এটা চায় ।এই প্রবণতা তার কাজকে
স্বার্থদুষ্ট করে তোলে । আর এই স্বার্থদুষ্টতা
ধীরে ধীরে তাকে শোষক ও স্বেচ্ছাচারি
করে তুলতে পারে ।
অন্যদিকে কাজটা যদি
আল্লাহর দেয়া মানবিক দায়িত্বের অংশ
হিসেবে হয়, যাকে বলা হয় ফি সাবিলিল্লাহ,
তাহলে তার মধ্যে স্বার্থের কোন চাহিদা
থাকে না । এ ধরনের লোক দ্বারা মানবতা শুধু
উপকৃতই হয়, ক্ষতিগ্রস্ত হয় না ।'
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসংখ্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন