কাজ করুন নিঃসার্থে,,

লিখেছেন লিখেছেন অদৃশ্য কলম ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৬:৫৩ রাত

'মানুষ কেন নাম চায়?

কেন তার কৃতিত্বের

কথা প্রচার করতে চায়?

চায় কারণ, সে তার ভালো কাজের বিনিময়

চায় ।মানুষ তার কৃতিত্বের একটা বিনিময়

দিক এটা চায় ।এই প্রবণতা তার কাজকে

স্বার্থদুষ্ট করে তোলে । আর এই স্বার্থদুষ্টতা

ধীরে ধীরে তাকে শোষক ও স্বেচ্ছাচারি

করে তুলতে পারে ।

অন্যদিকে কাজটা যদি

আল্লাহর দেয়া মানবিক দায়িত্বের অংশ

হিসেবে হয়, যাকে বলা হয় ফি সাবিলিল্লাহ,

তাহলে তার মধ্যে স্বার্থের কোন চাহিদা

থাকে না । এ ধরনের লোক দ্বারা মানবতা শুধু

উপকৃতই হয়, ক্ষতিগ্রস্ত হয় না ।'

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341581
১৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩০
নৌশাদ আল নোমানী লিখেছেন : চমত্‍কার !
341612
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৭
নাবিক লিখেছেন : ভালো বলেছেন অনেক ধন্যবাদ।
341743
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লিখেছেন ধন্যবাদ।
386211
০২ ডিসেম্বর ২০১৮ রাত ০১:৩৮
অদৃশ্য কলম লিখেছেন : ওয়ালাইকুমাস্সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File