ভ্যাট দিব না গুলি কর.
লিখেছেন লিখেছেন Mizanur Rahman Durzo ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৬:২০ দুপুর
যেখানে প্রাইভেট ভারর্সিটির ছাএ ছাত্রীরা মাসের বেতন দিতে গিয়ে বাবা মার নিজের জমাজমি বিক্রয় করে দিতে হয়. সাধারনত হাত খরচের টাকার জন্যে আরাম বাদ দিয়ে সন্ধা ৬ - ১২ পর্যন্ত প্রাইভেট পড়াতে হয়.আর প্রাইভেটের ছাত্রের বেতনের প্ররিশোধ জন্যে সুদের রাস্তা ধরতে হয় কিন্তু এর সাথে যদি ৭. ৫০ % ভ্যাট লাগানো হয় তাহলে বুঝতেই পারছেন ছাত্রের পরিবারের কি অবস্থা হবে।
আর এই পরিবারের সন্তানের জানোয়ার বাচ্চা বলে. জয় বাংলা শ্লোগান দিয়ে ছাত্রের উপর লাটি চাজ করছে অবৈদ লীগ ছাএ লীগ। কিন্তু দেশে এত জনতা থাকতে ছাএলীগ কেন কুকুর হচ্ছে এখানে জানেন কি? হুম বলছি সরকার ভ্যাট নিয়ে কুত্তার পেট ভরারে বলে।
কিন্তু প্রাইভেটের পোলাপাইন রা তোদের গান্জা দিতে না করা তে তোদের পেটে ব্যার্থা তৈরি হয়েগেছে আসল জানোয়ারের বাচ্চা ত তোরাই যাঁরা মদ গাজা টাকার জন্যে লীগের চামচামি করছ হাসিনা পোষা কুত্তা হয়ে মানুষের সাথে পাগলামী করছ।
ধর্ষনের রেকড যাদের মায়ের পেটের শিশু গুলি খায় যাঁদের জন্যে,স্কুল পড়ুয়া ছাত্রী যাঁদের কারনে অন্তঃসত্ত্বা... যে মেয়েটা স্কুল কলেজে যেতে ভয় সে মহান নেতাদের নাম ছাএ লীগ যাঁদের বাপের পরিচয় ছাড়া জন্ম কিন্তু আজ জানোয়ারেরা কিছু ভদ্র পরিবারের ছেলেদের উপর লাটি চাজ করে জানোয়ার বলছে এ লজ্জা কার হওয়া উচিত হ্যা সরকারের কিন্তু রক্ষক যদি বেইমান হয় তাহলে আমরা এই দেশে থেকে কি করব।
দেশের ৬৩% ছাএ যদি কোনো কোটা বা ছাএলীগের সাটিফিকেট না থাকে তাহলে তাঁরা সরকারী ভারর্সিটির মুখ দেখবে কেমনে.. বাকি ছাএ রা ঠিকই কোটা দিয়ে ভর্তি কলেজে কিন্তু প্রাইভেটের ছাএ রা বাবা জমাজমি বিক্রয় করে পড়াশুনা করে মানুষ হওয়ার লক্ষে পড়াশুনা করে আজ সেই অবৈদ সরকার ভ্যাট চেয়ে ছাএ সমাজের বুকে বাঁশ দিয়ে দিচ্ছে।
কিন্তু প্রাইভেটের ছাএ আন্দোলন করতে করতে জানে বিক্ষোভ দিতে জানে.. মরতে পারবে তবুও অবৈদভাবে শিক্ষার উপর ভ্যাট দিবে না। আবুল মাল একটা ভন্ড মুন্ত্রি যে মুখ্য ছাড়া কিছুই না তাঁর মত পাগলের রায় ছাএ সমাজ কেন মেনে নিব. পদত্যাগ চাই আবুল মালের দিতেই হবে সরকারের।।
আমাদের প্রাইভেটের ছাএদের শ্লোগান একটাই ভ্যাট দিব না গুলি কর। ইনশা আল্লাহ অবৈদ রায় বাতিল হবেই হতে হবেই...!!
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন